E-Paper

নতুন পদ্ধতিতে আজ শুরু উচ্চ মাধ্যমিক, প্রস্তুতি সারা

জানা গিয়েছে, আজ, ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জেলায় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন জেলার উচ্চমাধ্যমিক পরীক্ষার যৌথ আহ্বায়ক কলিমুল হক। তিনি জানান, পশ্চিমবঙ্গই দেশের প্রথম রাজ্য, যেখানে জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে সিমেস্টার পদ্ধতি চালু হয়েছে। প্রথম ও দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা নিজের স্কুলেই দিয়েছিলেন পড়ুয়ারা। তৃতীয় সিমেস্টার হবে অন্য স্কুলের পরীক্ষা কেন্দ্রে।

জানা গিয়েছে, আজ, ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। প্রশ্নপত্র হবে এমসিকিউ ভিত্তিক। এ বছর জেলায় মোট ১৯,০১৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। এর মধ্যে ৮,৫৬৮ জন ছাত্র এবং ১০,৪৪৬ জন ছাত্রী। দুর্গাপুর মহকুমায় ৩,৭৮৩ জন ছাত্র ও ৪,৩৫৪ জন ছাত্রী, আসানসোল মহকুমায় ৪,৭৮৫ জন ছাত্র এবং ৬,০৯২ জন ছাত্রী এ বার পরীক্ষায় বসবেন। পরীক্ষা পরিচালনার জন্য জেলায় ১৮টি প্রধান কেন্দ্র করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রগুলি হল বিধাননগর গভর্নমেন্ট স্পনসর্ড বয়েজ হাই স্কুল, শান্তিনগর বিদ্যানিকেতন, কাঁকসা গার্লস হাই স্কুল, পাঁচগাছিয়া হাই স্কুল। এ ছাড়াও ৭৬টি উপকেন্দ্র (সাব ভেনু) রয়েছে। এর মধ্যে আসানসোল মহকুমায় ৪৩টি এবং দুর্গাপুর মহকুমায় ৩৩টি উপকেন্দ্র রয়েছে। উল্লেখযোগ্য উপকেন্দ্রগুলি হল দুর্গাপুর টিএন হাই স্কুল, ভিরিঙ্গি টিএন ইনস্টিটিউশন, অন্ডাল হাই স্কুল, খান্দ্রা হাই স্কুল, মিঠানি হাই স্কুল, সুভাষপল্লি বিদ্যানিকেতন, আসানসোল চেলিডাঙা হাই স্কুল ইত্যাদি।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ২১ অগস্ট জেলায় এসে পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করেন। আসানসোলে জেলাশাসকের কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে জেলার সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেন্টার সেক্রেটারি, সেন্টার ইন–চার্জ, ভেনু সুপারভাইজারকে নিয়ে বিশেষ সভা হয়। সেখানে পরীক্ষার পদ্ধতি ও নিয়মাবলী বিশদে জানানো হয়। এ বারই প্রথম ওএমআর শিটে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। তাই প্রতিটি স্কুলকে পরীক্ষার্থীদের নিয়ে ওএমআর শিট পূরণের বিশেষ কর্মশালা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কলিমুল জানান, জেলার সব বিদ্যালয়ই এই নির্দেশ পালন করেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Higher Secondary Exam Durgapur

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy