স্ত্রীর আত্মহত্যার খবর পেয়ে স্বামীও আত্মহত্যা করলেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানার শান্তিনগর এলাকায়। মৃতদের নাম অভিনয় মিত্র (২৬) ও পূর্ণিমা মিত্র (১৮)।
পরিবারের তরফে বলা হয়েছে, বছর খানেক আগে বিয়ে হয় অভিনয় ও পূর্ণিমার। শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে ঘর থেকে পূর্ণিমা মিত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্ত্রীর মৃত্যুর পর অভিনয় ভেঙে পড়েন। পরে তাঁরও ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। স্ত্রীর ওই ওড়না ব্যবহার করে গলায় ফাঁস লাগান অভিনয়। তাঁকেও স্থানীয়রা আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জামুড়িয়া থানার পুলিশ দু’টি মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।