Advertisement
১১ মে ২০২৪
TMC

জামুড়িয়ায় বিধায়ক কার্যালয়ের উদ্বোধন, করোনাবিধি শিকেয় তুলে ভিড় তৃণমূল কর্মীদের

অতিমারির মধ্যে জমায়েত করা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। দলীয় কার্যালয়ের বাইরে ভিড় করে রসগোল্লা নিতে দেখা যায় সবাইকে

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জামুড়িয়া শেষ আপডেট: ০১ জুন ২০২১ ২২:৫৫
Share: Save:

মঙ্গলবার নিজের বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভায় বিধায়ক হরেরাম সিংহ। আসানসোল পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অভিজিৎ ঘটক ওই কার্যালয়ের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন এলাকার অনেক তৃণমূল কর্মী-সমর্থকরা। আর তা নিয়েই প্রশ্ন উঠেছে। করোনা অতিমারির মধ্যে জমায়েত করা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

কারণ‌, জামুড়িয়া ১ নম্বর ব্লকের সভাপতি সাধন রায়কে দেখা যায় ভিড়ের মাঝে মাস্ক না পরেই কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনায় ব্যস্ত থাকতে। দলীয় কার্যালয়ের বাইরে রাখা ছিল সবুজ রঙের রসগোল্লা। সবাইকে সেই রসগোল্লা ভিড় করে নিতে দেখা যায়। অভিযোগ, পুলিশ থাকলেও তারা এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি।

বিজেপি নেতা তাপস রায় বলেন, ‘‘বাংলার ও সারা দেশের করোনা সংক্রমণ যখন কমছে, তখন এই ধরনের জমায়েত করে কার্যালয়ের উদ্বোধন করা ও মিষ্টি বিতরণ করা ঠিক হয়নি। তবে বিধায়ক কার্যালয় উদ্বোধন করে তিনি ভাল কাজ করেছেন। কারণ, জামুড়িয়ার সাধারণ মানুষ বিধায়কের সাহায্য পাবেন। কিন্তু এই ভিড় করে না করলেই ভাল হত।’’ তাঁর প্রশ্ন, ‘‘তৃণমূল কংগ্রেস যে বার বার বলছিল বহিরাগতরা এসে এ বাংলায় করোনা ছড়িয়ে দিল, এখন তা হলে কারা করোনা ছড়াচ্ছে?’’

হরেরাম যদিও বলেন, ‘‘মানুষ আমাকে ভালবাসে, তাই কিছু লোক অফিস দেখতে চলে আসে। আমরা মাস্ক দিয়েছি। সবাইকে বার বার বলেছি দূরত্ববিধি মানতে। ভিড় ছিল না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Coronavirus in West Bengal Jamuria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE