পুরাতত্ত্ব সর্বেক্ষণের আধিকারিকদের সঙ্গে বুধবার বৈঠক করল কালনা মহকুমা প্রশাসন। শহরের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি নিয়ে নানা সমস্যার কথা আলোচনা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এ দিন বৈঠকে ছিলেন পুরাতত্ত্ব সর্বেক্ষণের কলকাতা শাখার সুপারিন্টেন্ডন্ট শুভ মজুমদার, কালনার মহকুমাশাসক সুমনসৌরভ মোহান্তি, পুরসভার প্রশাসক দেবপ্রসাদ বাগ, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু ও প্রশাসনের আধিকারিকেরা। প্রশাসন সূত্রে জানা যায়, বৈঠকে কালনার ১০৮ শিবমন্দির ও রাজবাড়ি কমপ্লেক্সে থাকা মন্দিরগুলির চত্বর আগছায় ভরে যাওয়ায় পর্যটকেরা হতাশ হচ্ছেন, এই বিষয়টি বৈঠকে উঠে আসে। অনেকে অভিযোগ করেন, দুপুরে বিভিন্ন মন্দিরে পুরোহিতেরা তালা ঝুলিয়ে দেন।
দেবপ্রসাদবাবুর বক্তব্য, ‘‘মন্দিরগুলি সব সময় খোলা রাখা উচিত। কারণ, বাইরে থেকে যে সমস্ত পর্যটকেরা আসছেন, তাঁরা জানেন না পুরোহিতেরা কখন মন্দির খোলেন বা বন্ধ করেন। ফলে, অনেকেই মন্দিরে ঢুকতে না পেরে ফিরে যান। পুরসভাকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হলে দ্রুত সমাধান করা যাবে।’’ বৈঠকে শুভবাবু জানান, মন্দির চত্বরে আগাছার বিষয়টি দেখে দফতরের উদ্যানপালন বিভাগ। তাদের কার্যালয় দিল্লিতে। ওই বিভাগের কর্মীদের তিনি কোনও নির্দেশ দিতে পারেন না। তবে কালনার মন্দিরগুলির পরিস্থিতি ছবি-সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।