Advertisement
১৯ মে ২০২৪
খেলার মাঠে

নকআউট বাস্কেটবল

দু’দিনের বাস্কেটবল প্রতিযোগিতা শেষ হল রবিবার। বর্ধমানের বিনোদীমাধব সামন্ত কোচিং ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতাটির আসর বসে অরবিন্দ স্টেডিয়ামে। পুরুষ বিভাগে চিত্তরঞ্জন লোকমোটিভ ও মহিলা বিভাগে বর্ধমান সম্মিলিত চ্যাম্পিয়ন হয়েছে।

বর্ধমান শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০১:৪৫
Share: Save:

দু’দিনের বাস্কেটবল প্রতিযোগিতা শেষ হল রবিবার। বর্ধমানের বিনোদীমাধব সামন্ত কোচিং ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতাটির আসর বসে অরবিন্দ স্টেডিয়ামে। পুরুষ বিভাগে চিত্তরঞ্জন লোকমোটিভ ও মহিলা বিভাগে বর্ধমান সম্মিলিত চ্যাম্পিয়ন হয়েছে।

আয়োজকেরা জানান, পুরুষ বিভাগে ৪টি ও মহিলা বিভাগে ৫টি দল যোগ দেয়। পুরষদের বিভাগে শনিবার বর্ধমান সম্মিলিতকে হারিয়ে দেয় চিত্তরঞ্জন লোকোমোটিভ এবং বিনোদীমাধব হারায় দুর্গাপুরকে। রবিবার ফাইনালে ৫৮-২৯ পয়েন্টে আয়োজকদের হারিয়ে দেয় চিত্তরঞ্জন লোকমোটিভ।

মহিলাদের বিভাগে ৫টি দলের মধ্যে তিনটি দল ছিল কলকাতার। দলগুলি হল পার্কস্ট্রিটের জ্যাভেরিয়ান, চেতলার রাখিসঙ্ঘ ও বড়িশা স্পোর্টিং ক্লাব। বাকি দু’টি দক্ষিণ চব্বিশ পরগনা সম্মিলিত ও বর্ধমান সম্মিলিত। প্রথম খেলাটি হয় দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে বড়িশার। পরে বড়িশাকে হারিয়ে বর্ধমান এবং রাখি সঙ্ঘকে হারিয়ে জ্যাভেরিয়ান ফাইনালে ওঠে। রবিবার রাতে ফাইনালে বর্ধমান ৪৫-৩৫ পয়েন্টে হারায় জ্যাভেরিয়ানকে। ওই খেলায় চোট পান বর্ধমানের পারমিতা ঘোষ। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জ্যাভেরিয়ান দলের কোচ সঙ্গীতা ঘোষ বলেন, “সেন্ট জেভিয়ার্স কলেজের বাস্কেটবল দলটিই জ্যাভেরিয়ান ক্লাবের নামে বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দেয়।” শনিবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম কুণ্ডু। উদ্যোক্তাদের তরফে তরুণ কুমার ঘোষ বলেন, “বর্ধমান শহরে স্কুল পড়ুয়াদের মধ্যে বাস্কেটবল খেলার চল বাড়ছে। তাতে উৎসাহিত দিতেই এই প্রতিযোগিতা।” প্রতিযোগিতায় সফলদের হাতে পুরস্কার তুলে দেন বর্ধমান জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বিনোদবিহারী ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Basketball
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE