ঘরে লক্ষ্মীলাভের আশায় পুজো করেন গৃহস্থেরা। তবে এ বার ঘরে লক্ষ্মী আনতে গিয়ে পকেটে টান ধরছে, দাবি তাঁদের।
ক্রেতা, বিক্রেতা সকলেরই দাবি, কাঁচামালের দাম বেড়েছে, তাই দর চড়েছে প্রতিমারও। অনেকেই বড় মূর্তি ছেড়ে ঝুঁকছেন ছোট মূর্তির দিকে।
শুক্রবার সকাল থেকে বর্ধমানের কার্জনগেট চত্বরে লক্ষ্মী প্রতিমার মেলা। ছোট, বড় প্রতিমার পাশাপাশি সরায় আঁকা লক্ষ্মী বিক্রি হচ্ছে। আশপাশের জেলা থেকেও ফল, মূর্তি নিয়ে বিক্রির আশায় এসেছেন অনেক ব্যবসায়ী। ইছলাবাদের স্নেহা চৌধুরী এসেছিলেন ঠাকুর কিনতে। মাঝারি মাপের একটি প্রতিমা কেনেন তিনি। স্নেহাদেবীর দাবি, ‘‘আগের বার একশো টাকার আশপাশে মূর্তির দাম ছিল। এ বার দেড়শো টাকা লাগল।’’ আশপাশের দোকান থেকে দশকর্মা এবং ফল বাজার করছিলেন মিতা বিশ্বাস। তিনিও বলেন, ‘‘সব কিছুর দামই বেড়েছে।’’