Advertisement
২৩ এপ্রিল ২০২৪
police

ডাকাতি উদ্দেশ্যে জড়ো হওয়া ভিন্‌ রাজ্য দুষ্কৃতীদের গ্রেফতার করল কুলটি পুলিশ

ধৃতদের থেকে একটি ৯ এমএম পিস্তল, দু’টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, গুলি ভর্তি দেশি পিস্তল এবং একটি ছুরি উদ্ধার হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র।

উদ্ধার হওয়া অস্ত্র। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৫:৫৮
Share: Save:

অস্ত্র উদ্ধারে বড় সড় সাফল্য পেল পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুরের মেলেকোলা এলাকায় শুক্রবার রাতে হানা দেয় পুলিশ। সেখানেই ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মুরারিপ্রসাদ বিশ্বকর্মা, পাপ্পু পাসোয়ান, শাহনাবাজ শাহ এবং শশী কুমার প্রসাদ। এদের মধ্যে তিন জন বিহারের লক্ষ্মীসরাই এবং এক জন কুলটি থানা এলাকার চিনাকুড়ির বাসিন্দা। ধৃতদের থেকে একটি ৯ এমএম পিস্তল, দু’টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, গুলি ভর্তি দেশি পিস্তল এবং একটি ছুরি উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। পুলিশ জানিয়েছে। ঝাড়খণ্ড এবং বিহারে এদের বিরুদ্ধে খুন, অপরহণ এবং ডাকাতির একাধিক মামলা রয়েছে। ধৃতদের শনিবার আসানসোল আদালতে তোলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police Miscreants Firearms
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE