রেশনে ওজনে কম খাদ্যশস্য দেওয়ার অভিযোগ তুলে গ্রাহকেরা বিক্ষোভ দেখালেন রেশন ডিলারের বিরুদ্ধে। নিয়ামতপুরের শনিবারের ঘটনা। রেশন ডিলারকে মারধর করা হয় বলেও অভিযোগ। তালা ঝুলিয়ে দেওয়া হয় দোকানে। তৃণমূলের স্থানীয় পুর প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছলে অবস্থা কিছু স্বাভাবিক হয়। দোকানের তালা খোলানো হয়। তবে পুলিশে অভিযোগ করা হয়নি।
রেশন গ্রাহকদের একাংশের অভিযোগ, ওই ডিলার নিয়মিত ওজনে কম খাদ্যশস্য দিচ্ছেন। প্রতিবাদ করলেই গ্রাহকদের উপরে মারমুখী হন বলে অভিযোগ। শনিবারও ওজনে কম চাল, আটা দেওয়ার অভিযোগ করেন এক দল গ্রাহক। তার প্রতিবাদ করলে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা মহম্মদ সাগীর হুসেনের অভিযোগ, কয়েক জন গ্রাহক চাল-আটা রেশন থেকে তুলে অন্যত্র ওজন করে দেখেন যে পরিমাণ খাদ্যশস্য পাওয়ার কথা, তার চেয়ে অনেক কম রয়েছে। সাগীরের কথায়, “এর পর আমরা রেশন দোকানে তালা ঝুলিয়ে দিই। পরে অবশ্য তালা খুলে দেওয়া হয়।”
এ দিকে, ঘণ্টাখানেকের বিক্ষোভে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে এলাকায় আসেন তৃণমূলের পুর প্রতিনিধি জাকির হোসেন। তিনি বলেন, “ওই ডিলারের বিরুদ্ধে আগেও অনেক বার গ্রাহকদের কম জিনিস দেওয়ার অভিযোগ রয়েছে। প্রতিবাদ করলে তিনি গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও শুনেছি।” জাকিরের দাবি, ওই ডিলারকে সতর্ক করা হলেও তিনি কথা কানে তোলেননি।
অভিযুক্ত রেশন ডিলার রোহিত ভালোটিয়ার অবশ্য দাবি, “প্রতিবাদের নামে আমাকে মারধর করা হয়েছে। ঘণ্টাখানেক দোকানে তালা ঝুলিয়ে রাখা হয়েছিল।” একই সঙ্গে তাঁর দাবি, কিছু গ্রাহক খাদ্যশস্য তুলে বাড়ি নিয়ে যাওয়ার কিছু সময় পরে ফের দোকানে এসে ওজন কম রয়েছে বলে দাবি করেন। ওই ডিলারের কথায়, ‘‘খাদ্যশস্য নেওয়ার সময় গ্রাহকেরা নিজেরাই ওজন দেখে নেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)