Advertisement
১১ মে ২০২৪
Mamata Banerjee

রাজ্যে শিল্পায়নের বার্তা, পানাগড়ে পলিফিল্ম কারখানার শিলান্যাস করতে জেলা সফরে মমতা

প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হচ্ছে ওই পলিফিল্ম কারখানাটি। ওই কারখানায় কয়েকশো কর্মসংস্থানের সুযোগ হবে বলে মনে করা হচ্ছে।

দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ১৮:১৪
Share: Save:

দু’দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্পতালুকে একটি পলিফিল্ম কারখানার শিলান্যাস করবেন। সেই উদ্দেশে মঙ্গলবার তিনি পৌঁছন দুর্গাপুরে। কারখানার শিলান্যাসের পর তাঁর কলকাতায় ফেরার কথা।

প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হচ্ছে ওই পলিফিল্ম কারখানাটি। ওই কারখানায় কয়েকশো কর্মসংস্থানের সুযোগ হবে বলে মনে করা হচ্ছে। বুধবার দুপুর দেড়টা নাগাদ পানাগড় শিল্পতালুকে পলিফিল্ম কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা মুখ্যমন্ত্রীর। ওই কারখানাটির উৎপাদন শুরু হতে তিন বছর সময় লাগবে বলে জানা গিয়েছে। অর্থাৎ ২০২৪ সালে কারখানাটিতে পুরোদস্তুর উৎপাদন শুরু হবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিল্পশহরকে।

প্রথমে ঠিক ছিল মঙ্গলবার আকাশপথে দুর্গাপুর যাবেন মমতা। তবে আবহাওয়া খারাপ থাকায় তিনি সড়কপথে পৌঁছন। পানাগড়ে ওই কারখানাটি নিজে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী রাজ্যে শিল্পায়নের বার্তা দিতে চাইছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE