যুবককে ‘অপহরণ’ করে আটকে রাখার অভিযোগে এক বধূকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃত মহিলার নাম পল্লবী ঘোষ। বর্ধমান থানার বিরিটিকুরি এলাকায় তাঁর বাড়ি। বৃহস্পতিবার রাতে বর্ধমান স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সেখান থেকেই উদ্ধার করা হয় অপহৃত যুবককে। শুক্রবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। তদন্তে সহযোগিতার শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থানার কাটরাপোতা এলাকায় বছর আঠাশের ওই যুবকের বাড়ি। গত ৩ সেপ্টেম্বর তিনি নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরেও যুবকের হদিস পাননি পরিবারের লোকজন। পরিবারের তরফে বর্ধমান থানায় ডায়েরি করা হয়।
আরও পড়ুন:
যুবকের পরিবারের লোকজন জানিয়েছেন, পল্লবী ওই যুবককে ‘অসৎ উদ্দেশ্যে’ কোথাও নিয়ে চলে গিয়েছেন বলে তাঁরা জানতে পারেন। তার পরেই থানায় অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েক বার মহিলার সন্ধানে তাঁর বাড়িতে যায়। কিন্তু তাঁর ঘরের দরজায় তালা ছিল। প্রতিবেশীরাও তার হদিস দিতে পারেননি। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়।