Advertisement
০৮ মে ২০২৪

বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত বৈঠকে

বিভিন্ন শ্রমিক সংগঠন ও মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের বোনাসের চুক্তি হল শুক্রবার। ডেপুটি লেবার কমিশনারের কার্যালয়ে হওয়া ওই বৈঠকে ঠিক হয়েছে, শ্রমিকেরা গতবারের তুলনায় ৬০০ টাকা করে বেশি বোনাস পাবেন।

দুর্গাপুর শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০০:৫৫
Share: Save:

বিভিন্ন শ্রমিক সংগঠন ও মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের বোনাসের চুক্তি হল শুক্রবার। ডেপুটি লেবার কমিশনারের কার্যালয়ে হওয়া ওই বৈঠকে ঠিক হয়েছে, শ্রমিকেরা গতবারের তুলনায় ৬০০ টাকা করে বেশি বোনাস পাবেন। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি, সিটু, আইএনটিইউসি-সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ও মালিক সংগঠনের প্রতিনিধিরা। আইএনটিটিইউসি জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় জানান, এর জেরে জেলার প্রায় ২০০টি কারখানার হাজার ছ’য়েক শ্রমিক উপকৃত হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bonus factory durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE