Advertisement
০৫ মে ২০২৪

বিধায়ককে নানা আর্জি

বিদ্যুতের ভুয়ো বিল আসা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেও কলেজে ভর্তি না হতে পারা, ‘জনতার দরবার’ বসিয়ে বাসিন্দাদের নানা সমস্যা শুনলেন বিধায়ক।

নিজস্ব সংবাদদাতা
মেমারি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০০:৩২
Share: Save:

বিদ্যুতের ভুয়ো বিল আসা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেও কলেজে ভর্তি না হতে পারা, ‘জনতার দরবার’ বসিয়ে বাসিন্দাদের নানা সমস্যা শুনলেন বিধায়ক। মেমারির সাতগাছিয়ায় শনিবার বেশ কয়েক ঘণ্টা ধরে অভাব-অভিযোগ শোনেন মন্তেশ্বরের বিধায়ক সজল পাঁজা। মন্তেশ্বর বিধানসভার মধ্যে মেমারি ২ ব্লকের চারটি পঞ্চায়েত রয়েছে। এ দিন বিধায়ক সজলবাবুর এই সভায় ছিলেন, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ ইসমাইল, পঞ্চায়েতের প্রধান ও নানা দফতরের কর্মীরা। এসেছিলেন ৭৫৫ জন বাসিন্দা। বেগুনিয়া গ্রামের অসীম চক্রবর্তী অভিযোগ করেন, বিএলএলআর দফতরে ঠিক নথি মেলা ভার। বিধায়ক ওই দফতরের কাছে এর কারণ জানতে চান। দফতরের কর্মী দাবি করেন, লিঙ্ক না থাকায় সমস্যা হচ্ছিল। অনেকে অভিযোগ করেন, বিদ্যুৎ সংযোগের জন্য টাকা জমা দিলেও সংযোগ মিলছে না। ভুয়ো বিল আসছে। বোহারের ইউসুফ খান জানান, পাড় জবরদখল হওয়ায় ডিভিসির সেচখাল বুজে গিয়েছে। কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল বলেন, ‘‘সাতগাছিয়া বাজারে যানজটের সমস্যা মেটানো, বড় পলাশনে পশু চিকিৎসালয় গড়া, নানা দাবি উঠেছে। আশ্বাস দিয়েছেন বিধায়ক।’’ কলেজ তৈরির প্রক্রিয়া শুরু, দমকল কেন্দ্রের অনুমোদনের কথাও জানিয়েছেন বিধায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MLA problems
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE