Advertisement
৩০ এপ্রিল ২০২৪

মাটি ফুঁড়ে ধোঁয়া, আতঙ্ক জামুড়িয়ায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে এই পরিত্যক্ত খনির একাধিক জায়গায় আগুন ও ধোঁয়া বেরোয়।

 ওয়েস্টকেন্দায় পরিত্যক্ত খোলামুখ খনি এলাকায় বেরোচ্ছে ধোঁয়া। ছবি: ওমপ্রকাশ সিংহ

ওয়েস্টকেন্দায় পরিত্যক্ত খোলামুখ খনি এলাকায় বেরোচ্ছে ধোঁয়া। ছবি: ওমপ্রকাশ সিংহ

নিজস্ব সংবাদদাতা
জামুড়িয়া শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ০০:০১
Share: Save:

পরিত্যক্ত খোলামুখ খনি এলাকার তিন জায়গা থেকে মাটি ফুঁড়ে ধোঁয়া ও আগুন বেরোল জামুড়িয়ার ওয়েস্টকেন্দায়। বৃহস্পতিবার সকাল থেকে ইসিএলের নিউকেন্দা কোলিয়ারির ওই পরিত্যক্ত খনিতে এই ঘটনায় আতঙ্ক তৈরি হয় আশপাশের বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে এই পরিত্যক্ত খনির একাধিক জায়গায় আগুন ও ধোঁয়া বেরোয়। তার জেরে খোলামুখ খনির অদূরে নিউকেন্দা কোলিয়ারির পরিত্যক্ত ২ ও ৩ নম্বর ভূগর্ভস্থ খনির পাশে ভুঁইয়াপাড়া, বাদ্যকরপাড়াতেও মাটি ফুঁড়ে আগুন বেরোয় ও একাংশে ধস নামে। ধসের জেরে বাসিন্দাদের সাত দিন অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে প্রশাসন। এর পরে ২০১৮-র অগস্টে ফের এলাকায় একই রকম ঘটনা ঘটে। প্রতি বারই ইসিএল মাটি ভরাট করে।

বৃহস্পতিবার ভোর থেকে প্রায় একই জায়গা থেকে গলগল করে আগুন ও ধোঁয়া বেরোচ্ছে। স্থানীয় বাসিন্দা বল্লি পাসোয়ান, হরেরাম পাসোয়ান, ভোলা কেশরীদের অভিযোগ, এর জেরে প্রায় তিনশো মিটার দূরেও মানুষজনের শ্বাসকষ্ট হচ্ছে। বাসিন্দাদের দাবি, এই খোলামুখ খনির অদূরে ভূগর্ভস্থ ৮ নম্বর খনি ১৯৯৬ সালে বন্ধ হয়ে গিয়েছে। সেখানে ডুলি ওঠানামার করার মুখ সংস্থা বন্ধ করে দিয়েছিল। এই পরিত্যক্ত ভূগর্ভস্থ ও খোলামুখ খনির কয়লাস্তর পরস্পরের সঙ্গে যুক্ত। অভিযোগ, ভূগর্ভস্থ খনির বন্ধ করে দেওয়া মুখ থেকে লোহাচোরেরা সম্প্রতি লোহা কেটে নিয়ে গিয়েছে। ওই মুখ দিয়ে হাওয়া ঢুকে গিয়েছে। তা পরিত্যক্ত খোলামুখ খনির কয়লাস্তরে পৌছতেই বিপত্তি বেধেছে। বাসিন্দাদের দাবি, ইসিএল নিরাপত্তা ব্যবস্থা মজবুত করুক, যাতে এ ভাবে দুষ্কৃতীরা বন্ধ মুখ খুলতে না পারে।

ইসিএল কর্তৃপক্ষ জানান, ভূগর্ভস্থ খনির মুখ আবার বন্ধ করে দেওয়া হবে। তবে পরিত্যক্ত খোলামুখ খনিতে ভরাট করা ছিদ্রগুলিতে জলের সঙ্গে অতিরিক্ত অক্সিজেন ঢুকে তা তপ্ত কয়লাস্তরে পৌঁছতেই আগুন ও ধোঁয়া বেরোচ্ছে বলে আধিকারিকদের অনুমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Burdwan Jamuria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE