Advertisement
E-Paper

নজরুল মেলা

কবিতীর্থ চুরুলিয়ায় আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নজরুল মেলা। চলবে ১ জুন পর্যন্ত। প্রথম দিন সকালে প্রভাতফেরিতে পা মেলাবেন এলাকার বিশিষ্টজনেরা। এর পরে কবির একটি পূর্ণাঙ্গ মূর্তির আবরণ উন্মোচন করবেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০০:৩০

কবিতীর্থ চুরুলিয়ায় আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নজরুল মেলা। চলবে ১ জুন পর্যন্ত। প্রথম দিন সকালে প্রভাতফেরিতে পা মেলাবেন এলাকার বিশিষ্টজনেরা। এর পরে কবির একটি পূর্ণাঙ্গ মূর্তির আবরণ উন্মোচন করবেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। এ দিন সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলা দেশের বাংলা আকাদেমির মহা পরিচালক সামসুজমান খান। মেলায় প্রতিটি দিনের আলাদা নামকরণ হয়েছে। প্রথম দিনটি কাজী নজরুল ইসলামের নামে উৎসর্গ করা হয়েছে। এই সাত দিনের মেলা মূলত রাতেই আয়োজিত হয়। চুরুলিয়া নজরুল অ্যাকাডেমি এই মেলা শুরু করেছিল ৩৬ বছর আগে। অ্যাকাডেমির তরফে বিদ্যুৎ কাজী জানান, মেলা ৩৭তম বর্ষে পড়ল। প্রচণ্ড দাবদাহের সময়ে এই মেলা বসে। দিনের বেলায় সেখানে আসা কষ্টকর। তাই প্রথম বছর থেকেই রাতে মেলা হয়। আসানসোল মহকুমার বিভিন্ন এলাকার মানুষের কাছে এই মেলা বার্ষিক উৎসবের চেহারা নিয়েছে।

Nazrul Nazrul Islam Churulia somnath chattopadhyay Asansol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy