জৈব সার দিয়ে গোবিন্দভোগ চাষ করবে বর্ধমান জেলা কৃষি দফতর। জেলার সাতটি জায়গায় ৫০ একর জমিতে কেন্দ্রীয় সরকারের কৃষি বিকাশ যোজনায় এই চাষ করা হবে। জৈব চাষের উপকারিতা বোঝাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন জেলার কৃষি আধিকারিকেরা।
এর আগে ব্যক্তিগত উদ্যোগে অল্পবিস্তর জমিতে জৈব সার ব্যবহার করে গোবিন্দভোগ চাষ হয়েছে। সে কথা মেনে নিয়ে জেলা সহ কৃষি অধিকর্তা (শস্য সুরক্ষা) সুপ্রিয় ঘটকের দাবি, ‘‘কৃষি দফতরের উদ্যোগে এ বারই প্রথম জৈব চাষে গোবিন্দভোগ চাষ করা হবে।’’
জৈব সারে চাষের জন্যে কৃষি দফতর বরাবরই উৎসাহিত করে এসেছে। অনেক জায়গায় সে ভাবে ধান-সহ নানা ধরণের খাদ্যশস্য চাষও করা হচ্ছে। কিন্তু বর্ধমানে সে ভাবে জৈব সার ব্যবহার জনপ্রিয়তা পায়নি। গোবিন্দভোগ চাষের পরিকল্পনা সে দিক থেকে গুরুত্বপূর্ণ। দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার আউশগ্রাম ১ ও ২, রায়না ১ ও ২, কালনা ২, কাটোয়া ২ ও কাঁকসা ক্লাস্টারে এই চাষ করা হবে। কাঁকসা ব্লক সহ কৃষি অধিকর্তা অনির্বাণ বিশ্বাস জানিয়েছেন, যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।