বাড়িতে আরও জনা ছয়েক সদস্য। সংসার চলত শুধু তাঁর আয়েই। দুর্গাপুরের পার্কিং জোনের কর্মী বিষ্ণু থাপা দুষ্কৃতীর গুলিতে খুন হওয়ার পরে অসহায় অবস্থায় পড়েছে তাঁর পরিবার। ঘটনার পরে প্রায় দু’দিন কেটে গেলেও মূল অভিযুক্ত দীপক সাউকে ধরতে পারেনি পুলিশ। তবে খুনের ষড়যন্ত্রে যুক্ত সন্দেহে এক জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বিজয় শ্রীবাস্তব নামে ওই ব্যক্তিকে ঝাড়খণ্ড থেকে ধরা হয়েছে। গুলি ছোড়ার পরে যে স্কুটিতে করে দীপক পালিয়েছিল বলে অভিযোগ, সেটিও উদ্ধার করা হয়েছে। কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক মোদী জানান, মলানদিঘির কাছে স্কুটিটি পাওয়া গিয়েছে। বেশ কিছু সূত্রও মিলেছে। দ্রুত দীপককে গ্রেফতার করা হবে বলে তাঁর আশ্বাস।
কোকআভেন থানার স্টেশন রোডের ধারে একটি পেট্রোল পাম্প লাগোয়া এলাকায় সোমবার সকাল ১১টা নাগাদ প্রকাশ্যে গুলি করে খুন করা হয় পার্কিং জোনের কর্মী বিষ্ণুকে। অভিযোগ, দীপক কয়েকদিন ধরে বারবার পার্কিং জোনে এসে ৩০ হাজার টাকা চাইছিল। রবিবার থানায় বিষয়টি জানান কর্মীরা। অভিযোগ, পুলিশ উল্টে দীপক এলে তাকে আটক করে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার পরামর্শ দেয়। সোমবার দীপক স্কুটিতে চড়ে পার্কিং জোন চত্বরে এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি লাগে বিষ্ণুর মাথায়। হাতে গুলি লাগে আর এক কর্মীর।