সামান্য বৃষ্টিতেই হাঁটু জল। গলসি ১ ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের উপর শিল্ল্যা এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থার ফলে জল জমে থাকছে দিনের পর দিন। চলাচলে চরম সমস্যায় পড়ছেন গ্রামবাসী। তাঁদের দাবি, রাস্তা তো বটেই, পুকুর উপচে জল ঢুকে যাচ্ছে ঘরে। স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা, বাজারে যেতে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েতকে বার বার জানিয়েও বিশেষ লাভ হয়নি বলে ক্ষোভ তাঁদের।
এলাকায় প্রায় একশোটি পরিবার রয়েছে। রাস্তাগুলি ঢালাই হলেও কোথাও নিকাশি নালা নেই। গ্রামবাসী জানান, আগে রাস্তার পাশে থাকা একটি পুকুরে জল গিয়ে জমা হত। সেই জল পরে মাঠে গড়িয়ে যেত। কিন্তু সেই পুকুরটি অবৈধ ভাবে বুজিয়ে দেওয়ায় জল আর বেরোতে পারছে না। স্থানীয় বাসিন্দা রাজকুমার ঘোষ, বিজয় চট্টোপাধ্যায়, বিপ্লব হাজরারা বলেন, “এখনই যদি এমন পরিস্থিতি হয়, তা হলে ভরা বর্ষায় কী হবে ভাবতেই ভয় লাগছে।”
পঞ্চায়েতকে একাধিকবার জানানো হলেও স্থায়ী কোনও পদক্ষেপ হয়নি বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্য সুভাষ কারক বলেন, “সামান্য বৃষ্টিতেই গোটা পাড়া জলবন্দি হয়ে পড়ে। খুবই সমস্যা হচ্ছে। পঞ্চায়েতকে বলা হয়েছে।” পঞ্চায়েতের প্রধান ফজিলা বেগম জানিয়েছেন, “দ্রুত পদক্ষেপ করৈ হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)