Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Onion

সহায়ক মূল্যে পেঁয়াজ বিক্রি করুক রাজ্য সরকার, দাবি তুললেন ভাতারের বাসিন্দারা

ভাতার কৃষক বাজারে কিছু দিন আগেও পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা প্রতি কেজি। কিন্তু তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫-৭০ টাকা।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ভাতার শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ১৭:৫৩
Share: Save:

ঝাঁঝে নয় পেঁয়াজের দামে চোখে জল আসছে ক্রেতাদের। তাই পেঁয়াজও সরকারি সহায়ক মূল্যে বিক্রির দাবি তুললেন পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দারা। এলাকার এক বাসিন্দা আবুল কালাম বলেন, “আলুর যেমন সহায়ক মূল্যে দেওয়া হচ্ছে, পেঁয়াজেও ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করুক সরকার।”

ভাতার কৃষক বাজারে কিছু দিন আগেও পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা প্রতি কেজি। কিন্তু তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫-৭০ টাকা। ব্যবসায়ীদের আশঙ্কা নতুন পেঁয়াজ বাজারে আসতে দেরি হলে দাম আরও বাড়বে।

ভাতারের কৃষক বাজারে আলু, পেঁয়াজের দাম বেশি হলেও অন্যান্য সবজির দাম তুলনায় বেশ কম। ক্রেতারা জানান, ভাতারের কৃষক বাজারে সহায়ক মূল্যে পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও দীর্ঘ লাইনের কারণে সময় মতো বাজার করে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা। রায়নার বাসিন্দা অমল দে বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের স্বাভাবিক জীবন ধারণের পথে বাধা সৃষ্টি করছে।বিশেষত দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আলু এবং পেঁয়াজ কিনতে মানুষকে এখন মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে।” নতুন আলু না উঠলে আলুর দাম কমার কোনও আশ্বাস দিতে পারছেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ী মুজিবর মল্লিক বলেন, “আলুসিদ্ধ-ভাত খাওয়াও এখন বিলাসিতায় পরিণত হয়েছে।”

লাগাতার আলু ,পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে নাভিশ্বাস সাধারণ মধ্যবিত্তের। কবে আলু, পেঁয়াজের দাম নাগালের মধ্যে আসবে সেই আশায় এখন দিন গুনছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Onion Bhatar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE