খুনের অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কাউন্সিলরকে। সোমবার কাটোয়া আদালতে তোলা হলে ধৃত তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখকে তিন দিনের পুলিশ হেফাজত দেন বিচারক।
দিন পনেরো আগে জঙ্গল শেখ-সহ ১৮ জনের বিরুদ্ধে খাজুরডিহির মাদ্রাসাপাড়ার বাসিন্দা বছর চব্বিশের সাবির শেখকে গুলি করে খুনের অভিযোগে দায়ের করেন সাবিরের মা ফিরোজা বিবি। খুন, প্রমাণ লোপাট ও অস্ত্র আইনে রবিবার জঙ্গল শেখকে গ্রেফতার করা হয়। সাবিরের মা ফিরোজা বিবি এ দিন দাবি করেন, পরিবারের তিন সদস্য খুন হওয়ার পর থেকেই আতঙ্কে বাড়িছাড়া হন তাঁরা। বছর দুয়েক আগে বাড়ি ফেরেন। তাঁর অভিযোগ, ‘‘জঙ্গলের দলবল এখনো ধরা পড়েনি। তাই আতঙ্কে আছি। মাঝেমাঝেই ওরা হুমকি দিচ্ছে।’’ জানা গিয়েছে, দুই শিশু পুত্রকে নিয়ে সাবিরের স্ত্রী নাসিমা বিবি এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে সাবিরের পরিবারের কয়েকজন সদস্য খুনে জঙ্গল শেখের নাম জড়িয়েছিল। বছর দুয়েক আগে বাঁকা শেখ খুনে ফের তার নাম সামনে আসে। কালীগঞ্জ ও আউশগ্রাম থানায় ধৃতের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। যদিও আদালতে দাঁড়িয়ে এ দিন অভিযুক্ত কাউন্সিলরের স্ত্রী আনহারা বিবি দাবি করেন, ‘‘আমার স্বামীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। উনি বাড়িতেই ছিলেই ঘটনার দিন।’’