মাধ্যমিকের প্রথম দিনে অ্যাডমিট কার্ড ছাড়া কেন্দ্রে পৌঁছে গিয়েছিল পশ্চিম বর্ধমান জেলার চার ছাত্রী। পুলিশ পাশে দাঁড়ানোয় পরীক্ষা দিতে পারল তারা। কুলটি ও কাঁকসার ওই ছাত্রীদের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনার ব্যবস্থা করে পুলিশ। প্রথম দিন জেলায় নির্বিঘ্নেই পরীক্ষা শেষ হয়েছে বলে জানা গিয়েছে।
কুলটি উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র পড়েছে বরাকর ও কাকরসোলের দুই ছাত্রীর। কেন্দ্রে পৌঁছে দু’জনের খেয়াল হয়, তারা অ্যাডমিট কার্ড আনেনি। শিক্ষিকারা বিষয়টি কুলটি থানার পুলিশকে জানান। কুলটি ট্র্যাফিক গার্ডের ওসি এবং এক কর্মী দুই ছাত্রীকে নিজেদের মোটরবাইকে নিয়ে তাদের বাড়িতে যান। অ্যাডমিট কার্ড নিয়ে কেন্দ্রে এসে পরীক্ষায় বসে তারা। পরীক্ষা শেষে দুই ছাত্রী বলে, ‘‘পুলিশকাকুরা ছিলেন। তাঁরা সময়ে অ্যাডমিট কার্ড নিয়ে পৌঁছে দেওয়ায় পরীক্ষা দিতে পারলাম।’’
কাঁকসার মলানদিঘি দুর্গাদাস বিদ্যামন্দির পরীক্ষাকেন্দ্রে পৌঁছেও এক ছাত্রীর খেয়াল হয়, সঙ্গে অ্যাডমিট কার্ড নেই। সঙ্গে সঙ্গে কাঁকসা ট্র্যাফিক গার্ডের এক সিভিক কর্মী তাকে মোটরবাইকে নিয়ে কুলডিহা আদিবাসীপাড়াযর বাড়িতে যায়। সেখান থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আবার কেন্দ্রে পৌঁছে দেন তিনি। আর এক ছাত্রও অ্যাডমিট কার্ড ছাড়াই কেন্দ্রে এসেছিল। মলানদিঘি ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানানো হলে, এক এএসআই পুলিশের গাড়িতে ওই পরীক্ষার্থীকে নিয়ে কুলডিহায় তার বাড়িতে যান। তার পরে নির্দিষ্ট সময়ের মধ্যেই সে কেন্দ্রে পৌঁছয়।
অন্ডালের একটি স্কুলের এক পরীক্ষার্থীকেও রামপ্রসাদপুর পঞ্চায়েতের সারদাপল্লিতে তার বাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট এনে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। রানিগঞ্জের বাসন্তীদেবী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রুতি গঙ্গোপাধ্যায় জানান, তাঁদের স্কুলের এক ছাত্রীর অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে গিয়েছে। যাতে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে, সে জন্য পুলিশ দ্রুত জেনারেল ডায়েরি নিয়ে সহযোগিতা করেছে।
মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে জেলার নানা রাস্তায় এ দিন পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছিল। জিটি রোড-সহ আসানসোলের নানা রাস্তায় যানজট সামলাতে বাড়তি পুলিশ মোতায়েন করে হয়। সালানপুর, রূপনারায়ণপুর এলাকায় একাধিক স্কুলের সামনে পুলিশের তরফে এ দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। রানিগঞ্জের নেতাজি সুভাষ বসু রাস্তার তারবাংলা মোড় থেকে স্টেশন পর্যন্ত অংশে সংস্কারের কাজ হচ্ছে। সে কারণে সেখানে বাস চলাচল বন্ধ। এ দিন তারবাংলা মোড় থেকে পরীক্ষার্থীদের টোটো বা মোটরবাইকে কেন্দ্রে পৌঁছে দেয় পুলিশ-প্রশাসন। পরীক্ষার্থীদের কলম ও জলের বোতল দেওয়া হয় কয়েকটি স্কুলের গেটে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)