Advertisement
১৮ মে ২০২৪

বন্দির মৃত্যু,অবরোধ মেমারিতে

থানার লক আপে এক বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুক্র ও শনিবার বিক্ষোভ দেখাল আদিবাসীদের কয়েকটি সংগঠন। পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী-কে নির্যাতনের অভিযোগে ধৃত শঙ্খদেব টুডু নামে এক জনের ঝুলন্ত দেহ মেলে মেমারি থানার লক আপে। শুক্রবার দুপুরের ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০১:১৬
Share: Save:

থানার লক আপে এক বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুক্র ও শনিবার বিক্ষোভ দেখাল আদিবাসীদের কয়েকটি সংগঠন। পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী-কে নির্যাতনের অভিযোগে ধৃত শঙ্খদেব টুডু নামে এক জনের ঝুলন্ত দেহ মেলে মেমারি থানার লক আপে। শুক্রবার দুপুরের ঘটনা।

ওই ঘটনার পরে শুক্রবার রাত দু’টো পর্যন্ত মেমারির মালডাঙা রোডের ঝিকড়াপুলে পথ অবরোধ করেন আদিবাসী সংগঠনগুলির সদস্যরা। পরে পুলিশ গিয়ে ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে তখনকার মতো বিক্ষোভ ওঠে।

শনিবার সকাল থেকে দেহ রেখে ফের বিক্ষোভ শুরু হয় ওই রাস্তায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যান পুলিশ ও প্রশাসনের কর্তারা।

বিক্ষোভকারীরা থানার পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের শাস্তির দাবি জানান। এ ছাড়াও লক আপের সিসিটিভি ফুটেজ, ময়না-তদন্তের রিপোর্টর প্রকাশ্যে আনা, মৃতের তিন ছেলের পড়াশোনার দায়িত্ব নেওয়া, পরিবারের এক জনকে চাকরি, ক্ষতিপূরণ-সহ মোট ন’দফা দাবি জানানো হয়। দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ-প্রশাসনের কর্তারা। মহকুমাশাসক (বর্ধমান দক্ষিণ) অনির্বাণ কোলে বলেন, ‘‘সুষ্ঠু পরিবেশে আলোচনা হয়েছে। দাবিপূরণে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের নজরদারিতে শঙ্খদেববাবুর শেষকৃত্য হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Prisoner Death Blockade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE