Advertisement
২৩ এপ্রিল ২০২৪

টাকা ফেরত চেয়ে নেতার দোকানে

মহাবীরবাবু সরকারি আবাস যোজনার বরাদ্দ থেকে ৫ হাজার টাকা করে কেটে নিয়েছিলেন, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। এ দিন সেই টাকা ফেরতের দাবিতে তাঁরা নেতার দোকানের সামনে বিক্ষোভ শুরু করেন।

লাউদোহার বাঁশগড়া গ্রামে বিক্ষোভ। বুধবার। নিজস্ব চিত্র

লাউদোহার বাঁশগড়া গ্রামে বিক্ষোভ। বুধবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
লাউদোহা শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ০০:১১
Share: Save:

‘কাটমানি’ ফেরতের দাবিতে বুধবার দুর্গাপুরের ফরিদপুর (লাউদোহা) থানার বাঁশগড়া গ্রামে এক তৃণমূল নেতার দোকানে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ পৌঁছয়। গ্রামের উন্নয়নের স্বার্থে টাকা নেওয়া হয়েছিল দাবি করে ওই তৃণমূল নেতা মহাবীর সিংহের আশ্বাস, দ্রুত তা তিনি ফেরত দিয়ে দেবেন। টাকা ফেরত না দেওয়া হলে ফের বিক্ষোভ দেখানো হবে বলে হুঁশিয়ারি দেন বাসিন্দারা।

মহাবীরবাবু সরকারি আবাস যোজনার বরাদ্দ থেকে ৫ হাজার টাকা করে কেটে নিয়েছিলেন, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। এ দিন সেই টাকা ফেরতের দাবিতে তাঁরা নেতার দোকানের সামনে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারী অমিত সিংহ, কার্তিক বাউরিদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি ফেরানোর নির্দেশ দিয়েছেন। তাই অন্যায় ভাবে গরিব মানুষের জন্য বরাদ্দ টাকা থেকে কেটে নেওয়া কাটমানি ফেরত দিতে হবে ওই তৃণমূল নেতাকে।

বিক্ষোভে যোগ দেন স্থানীয় আদিবাসীরাও। তাঁদের এক জনের অভিযোগ, ‘‘আমাদের বলা হয়েছিল, ৫ হাজার টাকা না কেটে রাখলে পরের কিস্তির টাকা আসবে না। ওই টাকা ফেরত দিতে হবে।’’

পুলিশ বিক্ষোভকারী ও অভিযুক্ত তৃণমূল নেতা, দু’পক্ষের সঙ্গেই কথা বলে। মহাবীরবাবু পুলিশের কাছে দাবি করেন, তিনি কোনও কাটমানি নেননি। ব্যক্তিগত স্বার্থে নয়, গ্রামের উন্নয়নের স্বার্থে সকলের সম্মতি নিয়ে টাকা নিয়েছিলেন। দ্রুত তা ফেরত দেওয়ারও আশ্বাস দেন তিনি। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, টাকা ফেরত না পেলে বুধবার ফের তাঁরা বিক্ষোভ দেখাবেন। ২৩ জুন লাউদোহার প্রতাপপুরে গীতাঞ্জলি প্রকল্পের বাড়ির জন্য বরাদ্দ থেকে ৫ হাজার টাকা করে কেটে নেওয়ার অভিযোগে তৃণমূল নেতা রবিলাল মণ্ডলের তালাবন্ধ বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তবে রবিলালবাবু অভিযোগ মানতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

extortion Laudoha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE