Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রতারণার অভিযোগ চালকল ব্যবসায়ীর

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিমা বিভাগের কর্মী পরিচয় দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠল কলকাতার এক যুবকের বিরুদ্ধে। রায়নার মিরপোতার বাসিন্দা, পেশায় চালকল ব্যবসায়ী মুন্সি আসগর রবিবার বর্ধমান থানায় কৃষাণু গোস্বামী নামে ওই যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ০০:২৪
Share: Save:

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিমা বিভাগের কর্মী পরিচয় দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠল কলকাতার এক যুবকের বিরুদ্ধে। রায়নার মিরপোতার বাসিন্দা, পেশায় চালকল ব্যবসায়ী মুন্সি আসগর রবিবার বর্ধমান থানায় কৃষাণু গোস্বামী নামে ওই যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অন্য একটি প্রতারণার ঘটনায় কলকাতার পুলিশ ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে।

লিখিত অভিযোগে চালকল ব্যবসায়ী জানিয়েছেন, সন্তোষপুরের সার্ভে পার্কের বাসিন্দা ওই যুবকের কাছে শুধু তিনি নন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা ও বায়োটেকনোলজি বিভাগের একাধিক শিক্ষকও প্রতারিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এক সহকারী রেজিস্ট্রারও প্রতারিতদের তালিকায় রয়েছেন। মুন্সি আসগরের দাবি, তাঁর মেয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর করছেন। ওই বিভাগের এক শিক্ষকের মাধ্যমে মার্চের প্রথম সপ্তাহে তাঁর সঙ্গে কৃষাণুর পরিচয় হয়। কৃষাণু তাঁকে জানিয়েছিলেন, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিমা বিভাগের ম্যানেজার। হাওড়ার বালিতে তাঁর অফিস। সোমবার আসগর বলেন, “কৃষাণুকে বিমা-পলিসি বাবদ আগাম ৮৫ হাজার টাকা দিয়েছিলাম। কিন্তু, সেই টাকা বিমা সংস্থায় জমা পড়েনি। আমার ধারণা, একটা চক্র কাজ করেছে।”

বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক এ দিন বলেন, “শুনেছি, কৃষাণু গ্রেফতার হয়েছে। তাই এ বিষয়ে কোনও মন্তব্য করব না।” পুলিশ জানিয়েছে, আপাতত কৃষাণু শ্রীঘরে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে অনুমোদন চেয়ে আবেদন করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raina Rice Mill Owner FIR Fraud Case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE