Advertisement
০৭ মে ২০২৪

রাস্তার উপরেই সব্জির পসরা, নাকাল দাঁইহাট

কোথাও রাস্তার দু’পাশে সার দিয়ে সাইকেল, মোটরবাইক পার্কিং করা রয়েছে। কোথাও বা রাস্তার উপরেই পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এর জেরে দাঁইহাটের বিস্তীর্ণ এলাকায় দিনভর লেগেই থাকছে যানজট।

নিজস্ব সংবাদদাতা
দাঁইহাট শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৫
Share: Save:

কোথাও রাস্তার দু’পাশে সার দিয়ে সাইকেল, মোটরবাইক পার্কিং করা রয়েছে। কোথাও বা রাস্তার উপরেই পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এর জেরে দাঁইহাটের বিস্তীর্ণ এলাকায় দিনভর লেগেই থাকছে যানজট। বাসিন্দাদের অভিযোগ, সমস্যা সমাধানে প্রশাসন কোনও পদক্ষেপ করেনি।

বাসিন্দারা জানান, সমস্যা মূলত পুরনো স্টেট ব্যাঙ্ক মোড় থেকে গঙ্গারাস্তা মোড় পর্যন্ত এলাকায়। দাঁইহাট বাজারে গিয়ে দেখে গেল, রাস্তার উপরেই ডাঁই করে রাখা দোকানের জিনিসপত্র। রাস্তার উপরেই সব্জি, ফলের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আবর্জনাও ফেলা হচ্ছে রাস্তার ধারে, গলির মুখে। এর সঙ্গে যোগ হয়েছে সাইকেল, মোটরবাইকের পার্কিং। এর ফলে মাত্র এক কিলোমিটার চওড়া রাস্তা দিয়ে চলাফেরা করা দায় হয়ে পড়েছে বলে জানান পথচলতি মানুষজন।

সমস্যায় পড়েছেন টোটো ও রিকশা চালকদেরও। স্থানীয় রবি সাহা, গৌতম চাঁদদের ক্ষোভ, ‘‘বেলা ১১টা পর্যন্ত ভারী যান চলাচল বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাক চলাচল শুরু হয়। ফলে দীর্ঘ সময় ধরে যানজটের তৈরি হয় এলাকায়।’’

দাঁইহাট ব্যবসায়ী সমিতির তরফে জানা গিয়েছে, রাস্তার দু’ধারে শ’দুয়েক দোকান রয়েছে। কিন্তু দোকানের সামনেই, রাস্তার উপরে অস্থায়ী বিভিন্ন দোকান গজিয়ে ওঠায় রুজিতে টান পড়ছে বলে জানান রকি দেবনাথ, কেষ্ট সাহাদের মতো ব্যবসায়ীরা। দোকানে ঢুকতে গেলেও ক্রেতাদের নাকাল হতে হয়। দাঁইহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক শীতল ভট্টাচার্যের অভিযোগ, পুরসভাকে বহু বার বলেও লাভ হয়নি।

যদিও রাস্তার উপরেই ফলের পসরা সাজিয়ে বসে থাকা শম্ভু মণ্ডল, বাদল দফাদারেরা সাফ বলেন, ‘‘এ ভাবেই তো বহু বছর ধরে ব্যবসা করছি।’’ প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুরপ্রধান বিদ্যুৎবরণ ভক্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road blocked Garbage on road market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE