Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দুর্গাপুরে নিরাপত্তারক্ষীকে মারধরে কোন্দল তৃণমূলে

এক ঠিকা নিরাপত্তা কর্মীকে মারধরে তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব তৈরি হল দুর্গাপুরে। ডিএসপি-র আইএনটিটিইউসি নেতা শেখ সাহাবুদ্দিনের নেতৃত্বে ঠিকা শ্রমিকেরা সোমবার সকালে দুর্গাপুর থানায় বিক্ষোভ দেখিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবি জানান। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

জখম কর্মী। নিজস্ব চিত্র।

জখম কর্মী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ০০:২০
Share: Save:

এক ঠিকা নিরাপত্তা কর্মীকে মারধরে তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব তৈরি হল দুর্গাপুরে। ডিএসপি-র আইএনটিটিইউসি নেতা শেখ সাহাবুদ্দিনের নেতৃত্বে ঠিকা শ্রমিকেরা সোমবার সকালে দুর্গাপুর থানায় বিক্ষোভ দেখিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবি জানান। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

আমরাই গ্রামের শেখ গোলাম রসুল বেসরকারি ঠিকা নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। দুর্গাপুর থানায় তিনি অভিযোগে করেছেন, রবিবার রাতে ডিএসপি টাউনশিপে টেনিস হস্টেলে কর্মরত ছিলেন। রাত ১২টা নাগাদ একটি সাদা রঙের গাড়িতে করে সাত জন এসে তাঁকে লাঠি ও রড দিয়ে মারধর শুরু করে। জোর করে গাড়িতে তোলারও চেষ্টা করা হয়। তিনি দাবি করেন, কয়েক জনকে চিনতে পেরেছেন। এক জন তাঁর সহকর্মী। এ ছাড়াও যুব তৃণমূল নেতা রাজীব ঘোষ, তৃণমূল নেতা সত্যজিৎ দে-ও ছিলেন বলে তাঁর অভিযোগ। সোমবার সকালে ঠিকা শ্রমিকেরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দুর্গাপুর থানায় বিক্ষোভ দেখান। আইএনটিটিইউসি নেতা শেখ সাহাবুদ্দিন জানান, খবর পেয়ে তাঁরা গিয়ে গোলাম রসুলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তিনি বলেন, ‘‘কর্মরত অবস্থায় আমাদের সমর্থককে মারধর করা হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছি আমরা।’’ অন্যতম অভিযুক্ত রাজীববাবু বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। নৈশ ফুটবল নিয়ে আমরা গভীর রাত পর্যন্ত ব্যস্ত ছিলাম। সেখানে পুলিশ-প্রশাসনের লোকজনও ছিলেন। তদন্তে দোষী প্রমাণ হলে পুলিশ বা দল যা ব্যবস্থা নেবে তা মেনে নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Security Guard Durgapur TMC beaten inter-clash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE