Advertisement
E-Paper

আসানসোলে জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে বিপর্যয়! মাটি চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু

ঘটনাটি নজরে আসতেই উদ্ধারকাজ শুরু করেন অন্য শ্রমিকেরা। হাত লাগান স্থানীয়েরাও। কিন্তু এমন ভাবে মাটি চাপা পড়েছিল, তাতে আটকা পড়া শ্রমিকদের সহজে উদ্ধার করা সম্ভব হয়নি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৫:০২
Several labour died due landslide in Asansol

জেসিবির মাধ্যমে মাটি সরিয়ে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা। —নিজস্ব চিত্র।

মাটির নীচে জলের পাইপলাইন বসানোর কাজ চলছিল আসানসোলে। আচমকাই উপরে মাটি ধসে পড়ে। চাপা পড়েন চার শ্রমিক। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার রেল সাইডিং রাস্তার পাশে রাজ্য সরকারের ‘জলজীবন মিশন’ প্রকল্পের কাজ চলছে। পূর্ত দফতরের অধীনে মাটির তলায় জলের পাইপলাইন বসানোর কাজ করছিলেন শ্রমিকেরা। মঙ্গলবার ওই এলাকায় চার জন শ্রমিক ছিলেন। মাটি খুঁড়ে গর্ত করে পাইপলাইন বসানো হচ্ছিল। আচমকাই উপরের মাটি আগলা হয়ে ধসে পড়ে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েন চার জনই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ।

এই গর্তেই চাপা পড়েছিলেন চার শ্রমিক।

এই গর্তেই চাপা পড়েছিলেন চার শ্রমিক। —নিজস্ব চিত্র।

ঘটনাটি নজরে আসতেই উদ্ধারকাজ শুরু করেন অন্য শ্রমিকেরা। হাত লাগান স্থানীয়েরাও। কিন্তু এমন ভাবে মাটি চাপা পড়েছিল, তাতে আটকা পড়া শ্রমিকদের সহজে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে অন্য শ্রমিকেরা শাবল, কোদাল দিয়ে মাটি কেটে শ্রমিকদের টেনে বাইরে বের করে আনার চেষ্টা করেন। যদিও তা ব্যর্থ হয়। জেসিবি দিয়ে মাটি সরিয়ে শ্রমিকদের বাইরে আনা হয়। তড়িঘড়ি আহতদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকেরা তাঁদের পরীক্ষা করে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অপর এক শ্রমিকের।

চার শ্রমিকের মধ্যে তিন জনই ভিন্‌রাজ্যের। ঝাড়খণ্ডের পাকুড় জেলার বাসিন্দা। মৃতরা হলেন রাজ্জাক শেখ (২২), রোহিত শেখ উদ্দিন শেখ (১৮) এবং নীতেশ পাশওয়ান (২৫)। এ ছাড়াও শ্যামসুল শেখ নামে এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা প্রসঙ্গে জেলাশাসক এস পোন্নমবলম বলেন, ‘‘পুরো বিষয়টা তদন্ত করে দেখার জন্য পূর্ত দফতরকে বলেছি। আহতের চিকিৎসা করার সব রকম ব্যবস্থা করা হচ্ছে। নিহতদের পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন।’’

Asansol Accident Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy