Advertisement
০১ জুন ২০২৪

রেশনে জিনিস কম, ক্ষোভ সালানপুরে

রেশনে খাদ্য সামগ্রী কম মিলছে অভিযোগ তুলে রবিবার দিনভর বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। সালানপুর ব্লকের বেশ কিছু রেশন দোকান বন্ধ করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ জেমারি লাগোয়া চিত্তরঞ্জন রোড অবরোধও করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

অবরোধে আটকে পড়ে অ্যাম্বুল্যান্সও। —নিজস্ব চিত্র।

অবরোধে আটকে পড়ে অ্যাম্বুল্যান্সও। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সালানপুর শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:১২
Share: Save:

রেশনে খাদ্য সামগ্রী কম মিলছে অভিযোগ তুলে রবিবার দিনভর বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। সালানপুর ব্লকের বেশ কিছু রেশন দোকান বন্ধ করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ জেমারি লাগোয়া চিত্তরঞ্জন রোড অবরোধও করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

গ্রাহকদের অভিযোগ, রবিবার তাঁরা রেশন দোকানগুলিতে গিয়ে জানতে পারেন, যাঁদের ডিজিটাল রেশন কার্ড নেই তাঁদের খাদ্যশস্য সরবরাহের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। সে জন্যই গ্রাহকেরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা আগের পরিমাণ মতো জিনিস দেওয়ার দাবি তোলেন। কিন্তু রেশন দোকানের মালিকেরা জানিয়ে দেন, তা দিতে পারবেন না। এর পরেই গ্রাহকেরা দোকানগুলি জোর করে বন্ধ করে দেন। এক দল গ্রাহক চিত্তরঞ্জন রোড অবরোধ শুরু করেন। পুলিশ অবরোধ তুলে দেয়।

বর্ধমান জেলা রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পরেশ হাজরা বলেন, ‘‘সরকার এই খাদ্যশস্য সরবরাহের পরিমাণ কমিয়ে যা বরাদ্দ করেছে সেটাই আমরা দিচ্ছি। এতে আমাদের কিছুই করার নেই।’’ তিনি আরও জানান, যাঁদের ডিজিটাল কার্ড নেই আগে তাঁদের প্রতি জনের জন্য দু’কেজি চাল ও তিন কেজি গম দেওয়া হত। এখন সেই পরিমাণ কমিয়ে ৬০০ গ্রাম চাল ও সাড়ে আটশো গ্রাম গম দেওয়ার নির্দেশ এসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sort of food Ration Agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE