Advertisement
০২ মে ২০২৪

ছাত্র অসুস্থ, মার প্রধান শিক্ষককে

ক্লাস চলাকালীন আচমকা ছাত্রের শরীর খারাপ হওয়ায় তড়িঘড়ি তাঁর বাড়িতে খবর পাঠিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকেরা এলে সঙ্গেসঙ্গে ওই ছাত্রকে বাড়িও পাঠিয়েও দেওয়া হয়। তার কিছুক্ষণ পরে কেন ওই ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ সরাসরি হাসপাতালে নিয়ে যান নি, সেই অভিযোগ তুলে চড়াও হন অভিভাবকেরা। প্রধান শিক্ষককে মারধর করা হয় বলেও অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০১:০৬
Share: Save:

ক্লাস চলাকালীন আচমকা ছাত্রের শরীর খারাপ হওয়ায় তড়িঘড়ি তাঁর বাড়িতে খবর পাঠিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকেরা এলে সঙ্গেসঙ্গে ওই ছাত্রকে বাড়িও পাঠিয়েও দেওয়া হয়। তার কিছুক্ষণ পরে কেন ওই ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ সরাসরি হাসপাতালে নিয়ে যান নি, সেই অভিযোগ তুলে চড়াও হন অভিভাবকেরা। প্রধান শিক্ষককে মারধর করা হয় বলেও অভিযোগ।

শুক্রবার সালানপুরের বনবিড্ডি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনার পরে উত্তেজনা ছড়ায় এলাকায়। সালানপুর থানায় অভিযোগও দায়ের করা হয়। বন্ধ হয়ে যায় স্কুলও। ওই ছাত্রের পরিবারের অভিযোগ, শিক্ষকেরা ওই অসুস্থ ছাত্রটিকে বাড়িতে পৌঁছে দেননি। দ্রুত হাসপাতালে নিয়েও যাননি। বড় কোনও ক্ষতি হলে সে দায় কে নিত, সে প্রশ্নও তোলেন তাঁরা। ছাত্রটি অবশ্য আপাতত সুস্থই রয়েছে।

ওই প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক ধরণীধর দত্ত পুলিশকে জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ পঠনপাঠন চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পরে প্রথম শ্রেণির এক ছাত্র। অজ্ঞান হয়ে মাটিতে পরে যায় সে। মুখ দিয়ে গ্যাজলা বেরোতে থাকে। পরিস্থিতি দেখে ভয় পেয়ে যান শিক্ষকেরা। তাঁদের দাবি, প্রাথমিক ভাবে শুশ্রষা শুরু করা হয়। ওই শ্রেণিরই অন্য একটি ছাত্রকে পাশের বাউড়ি পাড়ায় অসুস্থ ছাত্রটির বাড়িতে খবর দিতে পাঠানো হয়। শিক্ষকদের দাবি, মিনিট কয়েক পরই ওই ছাত্রের ঠাকুমা এসে ছাত্রটিকে বাড়িতে নিয়ে যান। ধরণীধরবাবু বলেন, ‘‘সব মিটে যাওয়ার পরে আমরা আবার পঠনপাঠন শুরু করি। কিন্তু মিনিট পনেরো বাদে হঠাৎই ওই ছাত্রটির পরিবারের লোকজনেরা স্কুলে চড়াও হয়ে আমাদের মারধর শুরু করেন। আমরা আত্মরক্ষার জন্য কোনও মতে বাইরে ছুটে পালাই। চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে জড়ো হতেই আক্রমনকারীরা চলে যায়।’’ ওই স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ মণ্ডল বলেন, ‘‘আমরা সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এই পরিস্থিতিতে নিরাপত্তার অভাব বোধ করছি।’’

প্রাথমিক শিক্ষা সংসদের চিত্তরঞ্জন শিক্ষা চক্রের পরিদর্শক উত্তম মণ্ডল জানিয়েছেন, স্কুলের তরফে তাঁরা বিষয়টি জেনেছেন। সালানপুর থানার পুলিশ জানিয়েছে, দু’জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asansol Student beaten salanpur uttam mandal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE