পড়ুয়াদের বিক্ষোভে শুক্রবার উত্তাল হয়ে উঠল আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়। কারও পরীক্ষার ফল অসম্পূর্ণ, কেউ আবার প্রথম সেমিস্টারের রেজাল্ট হাতে পাননি— এমনই নানা অভিযোগ-সব বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখালেন ছাত্র ছাত্রীরা। এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।
বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভাঙারও চেষ্টা করেন বলে অভিযোগ। এমনকি পাঁচিল টপকে বিশ্ববিদ্যালয়ে ঢোকারও চেষ্টা করেন তাঁরা। এই ঘটনাকে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে।
শুক্রবার বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে এসে বিক্ষোভ দেখান। ছাত্রছাত্রীদের অভিযোগ, পরীক্ষার ফল অসম্পূর্ণ, কেউ আবার প্রথম সেমিস্টারের রেজাল্ট এখনও পাননি। তাঁরই বিরুদ্ধে এই বিক্ষোভ দেখানো হয়েছে দাবি ছাত্রছাত্রীদের।