Advertisement
০৫ মে ২০২৪
জেলা শিক্ষা মনিটরিং কমিটি

ক্লাসে মোবাইল মানা শিক্ষকদেরও

শ্রেণিকক্ষে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ করল জেলা শিক্ষা মনিটরিং কমিটি। বুধবার একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ছাত্র কিংবা শিক্ষক, কেউ ক্লাসে মোবাইল নিয়ে আসবেন না।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০১:০৩
Share: Save:

শ্রেণিকক্ষে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ করল জেলা শিক্ষা মনিটরিং কমিটি। বুধবার একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ছাত্র কিংবা শিক্ষক, কেউ ক্লাসে মোবাইল নিয়ে আসবেন না।

জানা গিয়েছে, জুন মাসে প্রায় ৪০০টি স্কুল পরিদর্শন করেছে ওই কমিটি। সেই রিপোর্ট অনুযায়ী, মেমারির একটি স্কুলে পরিদর্শনের সময় দেখা গিয়েছে, ক্লাস চলাকালীন এক শিক্ষক মোবাইলে গেম খেলতে ব্যস্ত ছিলেন। মেমারিরই আর একটি স্কুলে গিয়ে দেখা গিয়েছে, শ্রেণিকক্ষের মধ্যে পায়ের উপর পা তুলে ফোনে কথা বলছেন শিক্ষক। এই রিপোর্ট পাওয়ার পরেই জেলাশাসক সৌমিত্র মোহনের উপস্থিতিতে ওই কমিটি কঠোর ভাবে ক্লাসে মোবাইল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। ঠিক হয়েছে, স্কুলে শিক্ষকেরা স্কুলে মোবাইল নিয়ে গেলেও তা স্টাফ রুমে রাখতে হবে।

এ ছাড়াও ওই কমিটির পরিদর্শন চলাকালীন জেলার যে ১২টি স্কুলে মিড-ডে মিল বন্ধ ছিল, সেই সব স্কুলের প্রধান শিক্ষককে শো-কজ করার সিদ্ধান্ত হয়েছে। বেশ কিছু স্কুলের বিরুদ্ধে মিড-ডে মিলের মান সন্তোষজনক না হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। জেলা সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক শারদ্বতী চৌধুরী বলেন, “আমরা জেলা মিড-ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছি।” ঠিক হয়েছে, ছাত্রদের মধ্যে সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য প্রতি সপ্তাহে আধঘন্টা পৃথক ক্লাস নিতে হবে শিক্ষকদের। এ ছাড়াও মিড-ডে মিলের কর্মীদের অ্যাপ্রন, টুপি, গ্লাভস পড়ে রান্না করার কথা, ২৫টি স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক ঠিক করার কথাও রিপোর্টে উঠে এসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

class mobile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE