ক্ষুদ্র ঋণ সংস্থার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন স্বামী। কিস্তির টাকা দিতে না-পারায় তাঁর প্রতিবন্ধী স্ত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বেসরকারি একটি ব্যাঙ্কের এক কর্মীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের এই ঘটনা নিয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কের জামালপুরের চকদিঘি শাখা থেকে গরু কেনার জন্য স্ত্রীর নামে ৪৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন শেখ রাকিব আলি। সাপ্তাহিক কিস্তিতে সেই টাকা পরিশোধও করছিলেন। তবে বেশ কয়েক বার কিস্তির টাকা দিতে পারেননি তিনি। অভিযোগ, স্বামী ঘরে ছিলেন না এমন সময়ে ওই ব্যাঙ্কের এক কর্মী এসে তাঁর প্রতিবন্ধী স্ত্রীকে ঘর থেকে বার করে তালা লাগিয়ে দেন। একই সঙ্গে অভিযোগ ওঠে শ্লীলতাহানিরও।
পুলিশে অভিযোগকারী রাকিব বলেন, ‘‘ধারের টাকা দিয়ে গরু কিনেছিলাম। দুধ বিক্রি করে সপ্তাহে ৫৮০ টাকা করে কিস্তির টাকা শোধ করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করে অসুস্থতার কারণে ওই গরুটি মারা যায়। তার পর থেকে টাকা জোগাড় করতে না পারার জন্য সব মিলিয়ে মোট পাঁচটি কিস্তির টাকা দিতে পারিনি।’’
অভিযোগ, সোমবার রাতে স্বামী যখন বাড়িতে ছিলেন না তখন ব্যাঙ্কের এক কর্মী এসে টাকা চেয়ে অশ্লীল ভাবে গালিগালাজ করেন। রাকিবের অভিযোগ, তাঁর স্ত্রীর হাত ধরে টেনে বার করে ঘরে তালা লাগিয়ে দেন। স্বামী রাতে ফিরে এসে দেখেন ঘরে স্ত্রী নেই। প্রতিবেশীর কাছে জানতে পারেন ব্যাঙ্ককর্মী এসে তাঁর স্ত্রীকে ঘর থেকে বার করে তালা লাগিয়ে দিয়েছিলেন। পরে প্রতিবেশীদের অনুরোধে ঘর খুলে দেন। তবে আতঙ্কে স্ত্রী ওই ঘর ছেড়ে চলে যান। অনেক খোঁজাখুঁজির পর রাতে স্বামী গ্রামের একটি মাঠের ধার থেকে স্ত্রীকে উদ্ধার করেন। এর পরে পরিবারের পক্ষ থেকে জামালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
রাকিব জানিয়েছেন, তিনি সমস্ত টাকা শোধ করে দেবেন। তবে স্ত্রীর অসুখের জন্য এখন অসুবিধায় আছেন। ফের যাতে এমন পরিস্থিতির শিকার না হতে হয়, সেই কারণেই তিনি থানার দ্বারস্থ হয়েছেন।