বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে বর্ধমানের নাড়ী বেলবাগান এলাকায় এই ঘটনার পরে মঙ্গলবার সকাল থেকে রাস্তা অবরোধ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। বাস, গাড়ি আটকে পড়ায় দীর্ঘ যানজট হয় বর্ধমান-কালনা রোডে।
বিজেপি নেতা সঞ্জয় দাসের অভিযোগ, রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে বোমাবাজি করে। পরপর তিনটি বোমা ছোড়া হয়। তার মধ্যে দু’টি ফাটে। একটি অক্ষত অবস্থায় বাড়ির সামনে পড়েছিল। রাতে বর্ধমান থানার পুলিশ গেলেও বোমা মেলেনি। সকালে কাছেই একটি মাঠ থেকে বোমাটি মেলে। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
সঞ্জয়বাবু অভিযোগ করেন, ভোটের পর থেকেই তাঁর বাড়িতে বারবার আক্রমণ হচ্ছে। সোমবার রাত ১টা নাগাদ বাড়ির দরজায় ধাক্কাধাক্কি ও গালিগালাজ করা হয়। এর পরেই বোমা ছোড়া হয়। এর সঙ্গে তৃণমূল জড়িত বলে অভিযোগ তাঁর।