Advertisement
১৯ মে ২০২৪

হুমকিতে অভিযুক্ত তৃণমূলের দুই নেতা

প্রাণনাশ ও পরিবারের মহিলাকে ধর্ষণের হুমকি দিচ্ছেন দুই তৃণমূল নেতা, পুলিশের কাছে অভিযোগ করলেন এক ইটভাটা মালিক।

নিজস্ব সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০১:১৯
Share: Save:

প্রাণনাশ ও পরিবারের মহিলাকে ধর্ষণের হুমকি দিচ্ছেন দুই তৃণমূল নেতা, পুলিশের কাছে অভিযোগ করলেন এক ইটভাটা মালিক। পুকুরে তলিয়ে মৃত দুই কিশোরের পরিবারকে দাবি মতো টাকা দেওয়ার জন্য চাপ দিতেই এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে রানিগঞ্জের তারবাংলার ইটভাটা মালিক রাজকুমার ভালোটিয়ার অভিযোগ। অভিযুক্ত নেতারা অবশ্য তা মানতে চাননি।

রাজকুমারবাবু জানান, তারবাংলা রাজপাড়ায় ইসিএলের একটি পরিত্যক্ত খাদানের জল ব্যবহার করতেন বাসিন্দারা। সেটি মাস ছয়েক আগে ইসিএল ছাই ফেলে ভরাট করে দেয়। রাজকুমাবাবু দাবি করেন, “এর পরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব গণস্বাক্ষর করা একটি স্মারকলিপি দিয়ে আমাকে ইটভাটা থেকে পাঁচশো মিটার দূরে একটি প্রায় বুজে আসা পুকুরের মাটি কেটে গভীর করে দেওয়ার আর্জি জানান। আমি তা করে দিয়েছি।’’ ৬ মার্চ ওই পুকুরে ডুবে মৃত্যু হয় দুই কিশোরের।

রাজকুমারবাবু অভিযোগ করেন, সেই সন্ধ্যায় স্থানীয় তৃণমূল নেতা অর্জুন উপাধ্যায় ও সত্যেন্দ্র রায় দলবল নিয়ে এসে তাঁকে জানান, মৃতদের পরিবারকে মোট ১০ লক্ষ টাকা দিতে হবে। তাঁর অভিযোগ, ‘‘আমি ওঁদের চাপে তখন ৫০ হাজার টাকা দিয়েছি। বাকি টাকা না দিলে আমার ছেলেকে খুন ও পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়েছেন ওঁরা। আমার ভাটার কর্মীদের ভয় দেখিয়ে এলাকাছাড়াও করা হয়েছে।’’ রাজকুমারবাবু জানান, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে বিষয়টি জানিয়েও ফল না হওয়ায় বুধবার রাতে পুলিশে অভিযোগ করেছেন।

মেয়র বলেন, “অভিযোগ পেয়েই প্রশাসনকে বিষয়টি দেখতে বলেছি।” অভিযুক্ত অর্জুনবাবু ও সত্যেন্দ্রবাবু অবশ্য হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন। অর্জুনবাবু বলেন, “মানবিকতার খাতিরে মৃতদের পরিবারকে সাহায্য কতে বলেছিলাম। ইটভাটা মালিক মিথ্যে অভিযোগ করেছেন।” তৃণমূলের আসানসোল জেলা সভাপতি ভি শিবদাশন বলেন, “এমন অভিযোগ শুনিনি। প্রশাসনকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলব।” পুলিশ জানায়, মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Leader Allegation Threat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE