Advertisement
০৫ মে ২০২৪

সেতু ভেঙে নদীতে ট্রাক

সেতুর গার্ডওয়াল ভেঙে প্রায় ৪০ ফুট নীচে নদীতে পড়ে গেল বালিবোঝাই ট্রাক। শনিবার গভীর রাতে কালনা ১ ব্লকের নিরলগাছি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। চালক ও খালাসি দু’জনকেই কালনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

উল্টে: সেতুর রেলিং ভেঙে কালনার নিরলগাছির গুরজোয়ানি নদীতে পড়ে ট্রাক। নিজস্ব চিত্র

উল্টে: সেতুর রেলিং ভেঙে কালনার নিরলগাছির গুরজোয়ানি নদীতে পড়ে ট্রাক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০০:৫৮
Share: Save:

সেতুর গার্ডওয়াল ভেঙে প্রায় ৪০ ফুট নীচে নদীতে পড়ে গেল বালিবোঝাই ট্রাক। শনিবার গভীর রাতে কালনা ১ ব্লকের নিরলগাছি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। চালক ও খালাসি দু’জনকেই কালনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি বরাবরই নড়বড়ে। মাস ছয়েক আগে সংস্কার হলেও তার মান ভাল ছিল না। বারবার আবেদন করার পরেও আলোর ব্যবস্থাও হয়নি বলে তাঁদের দাবি। এলাকাবাসীদের দাবি, রাত একটা নাগাদ প্রচন্ড শব্দে ঘুম ভেঙে যায় অনেকের। বাইরে এসে জানাজানি হয় গুরজোয়ানি নদীর সেতুতে দুর্ঘটনা ঘটেছে। নদীতে জল কম ছিল বলে বড় দুর্ঘটনা হয়নি বলেও বাসিন্দাদের দাবি। নিখিল মান্ডি নামে স্থানীয় এক জনের কথায়, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। আচমকা ধাক্কা মারে গার্ডওয়ালে। চালক মদ্যপান করেছিল বলেও তাঁদের দাবি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের তরফে বিভিন্ন ঘাটে দিনে বালি তোলার নজরদারি চলছে। ট্রাক আটকে জরিমানাও করা হচ্ছে। ফলে নজরদারি এড়াতে অনেক ট্রাকই অতিরিক্ত পণ্য নিয়ে রাতে বালি নিয়ে যাতায়াত শুরু করেছে। এ দিনও ট্রাকটি তেমন ভাবে যাচ্ছিল বলেও তাঁদের অভিযোগ। বাসিন্দারা জানান, কালনা-বর্ধমান রোডের প্রায় দেড়শো ফুট লম্বা সেতুটি দীর্ঘদিন ধরে জীর্ণ। সেতুর এক দিন উঁচু হওয়ায় উল্টোদিক থেকে আসা গাড়ি অনেক সময় দেখা যায় না বলেও তাঁদের দাবি। মাস দুয়েক আগেও একটি ট্রাক্টর পিষে দেয় একটি মোটরবাইক আরোহীকে। এ দিন গিয়ে দেখা যায়, ৩০ ফুট মতো রেলিং ভেঙে গিয়েছে। গতি কমানোর ব্যাবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থাও চোখে পড়েনি।

কালনার মহকুমাশাসক নীতিন সিংহানিয়া জানান, অতিরিক্ত পণ্যবহনকারী গাড়ি যাতে যাতায়াত না করে তার জন্য লাগাতার অভিযান চলছে। এই সেতুটি সংস্কারের আশ্বাসও দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kalna Truck Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE