রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে চাকরির সুযোগ পেতে পারেন স্নাতকেরা। তাঁদের কনসালট্যান্ট, অফিসার-ইন-চার্জ, অ্যাকাউন্টস অফিসার এবং অ্যাকাউন্ট্যান্ট পদে কাজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর অধীনে উল্লিখিত পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ পাঁচটি।
ভেটেরিনারি সায়েন্স, অ্যানিমেল হাজবেন্ড্রি, বাণিজ্য বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে চাকরির সুযোগ পাবেন। তাঁদের সরকারি কিংবা বেসরকারি সংস্থায় জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পদে অবসরপ্রাপ্তেরাই উল্লিখিত পদে নিয়োগ পেতে পারেন।
আরও পড়ুন:
কনসালট্যান্ট এবং অ্যাকাউন্টস অফিসার পদে নিযুক্তদের ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর সদর দফতরে পোস্টিং হতে চলেছে। অফিসার-ইন-চার্জকে নৈহাটি এবং অ্যাকাউন্ট্যান্টকে বাগনান এবং রানাঘাটে প্রকল্পে কাজ করতে হবে।
উল্লিখিত পদে সরাসরি নিয়োগের জন্য ইন্টারভিউ হতে চলেছে ১৩ এবং ১৪ জানুয়ারি। সংস্থার কলকাতার দফতরে ওই ইন্টারভিউ নেওয়া হবে। তার আগে আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র এবং জীবনপঞ্জি-সহ সমস্ত নথি পাঠিয়ে রাখতে পারেন।