দার্জিলিং হিল ইউনিভার্সিটি-তে আধিকারিক নিয়োগ করা হবে। ওই বিশ্ববিদ্যালয়ের তরফে উপাচার্যের দফতরে অফিসার অন স্পেশ্যাল ডিউটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্যপদ একটি।
আইন, ফিনান্স, কম্পিউটার টেকনোলজি— এই বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, তাঁদের উচ্চশিক্ষা দফতরে ডেটা ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, অর্ডিন্যান্স, রেগুলেশনস সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
তিন বছরের চুক্তিতে উল্লিখিত পদে কাজ চলবে। নিযুক্তের কাজের অভিজ্ঞতার সাপেক্ষে পারিশ্রমিক নির্ধারণ করা হবে। এই বিষয়টি নিয়ে ইন্টারভিউয়ের সময় আলোচনার সুযোগ থাকছে। ১৩ জানুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে।
আগ্রহীরা অনলাইনে ফর্ম পূরণ করে তা ডাকযোগে পাঠিয়ে আবেদনের সুযোগ পাবেন। ১৩ জানুয়ারির আগে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনমূল্য হিসাবে ২,০০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, সরকারি পরিচয়পত্র, ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন।