প্রতারণা ও দুর্নীতিতে বিসিসিএলের দুই আধিকারিক ও এক ঠিকাদারকে এক মাস কারাদণ্ডের সাজা দিলেন আসানসোল সিবিআই আদালতের বিচারক সৌম্যব্রত সরকার। তবে অভিযুক্তদের তরফে উচ্চ আদালতে যাওয়ার জন্য জামিনের আর্জি জানানো হয়। বিচারক তা মঞ্জুর করেন।
মামলার সরকার পক্ষের আইনজীবী আশিস মুখোপাধ্যায় জানান, বছর কুড়ি আগে বিসিসিএলের চাঁচ ভিক্টোরিয়া কার্যালয় থেকে দামাগড়িয়া খোলামুখ খনি পর্যন্ত প্রায় চার কিলোমিটার বিদ্যুতের তার টানার জন্য দরপত্র ডাকা হয়। কাজ শেষে টাকা পেয়ে যান ঠিকাদার। কিন্তু পরে সিবিআই দফতরে এই কাজে প্রতারণা ও আর্থিক দুর্নীতির অভিযোগ জমা পড়ে কোলিয়ারির এজেন্ট সত্যনারায়ণ তিওয়ারি, আধিকারিক আনন্দমোহন মণ্ডল, অমলেন্দু সর, তারাপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় ও ঠিকাদার সুজিতকুমার সিংহের বিরুদ্ধে। আশিসবাবু জানান, তদন্তে দেখা যায়, চার কিমির বদলে মাত্র আড়াই কিমি তার টানা হয়েছে, প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বেশি নেওয়া হয়েছে। মামলা চলাকালীন সত্যনারায়ণবাবু ও আনন্দমোহনবাবুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার অন্য অভিযুক্তদের জন্য সাজা শোনানো হয়।