Advertisement
০৩ মে ২০২৪
Villagers Agitation

কাজের মান নিয়ে প্রশ্ন, রাস্তা নির্মাণে রাজনীতির রং

সম্প্রতি সালানপুর ব্লকের বোলকুন্ডা থেকে পাতাল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়।

সালানপুরে রাস্তার কাজের মান নিয়ে ক্ষোভ।

সালানপুরে রাস্তার কাজের মান নিয়ে ক্ষোভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৩০
Share: Save:

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। সোমবার সকালে সালানপুর ব্লকের ফুলবেড়িয়া বোলকুন্ডার ঘটনা। বিক্ষোভের জেরে নির্মাণ কাজের দায়িত্ব পাওয়া ঠিকা সংস্থার কর্মীরা এলাকা ছেড়ে চলে যান। ঘটনা
ঘিরে শাসক-বিরোধী তরজা তীব্র হয়েছে। তদন্তের আশ্বাস দিয়েছেন বিডিও।

সম্প্রতি সালানপুর ব্লকের বোলকুন্ডা থেকে পাতাল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়। খরচ ধরা হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। সোমবার সকালে বোলকাকুন্ডা গ্রামের এক দল বাসিন্দা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন। তাঁদের অভিযোগ, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। হাত দিয়ে ঘষলেই পিচ উঠে যাচ্ছে।

এলাকাবাসী সুদীপ চট্টরাজ বলেন, ‘‘যে ভাবে তৈরি হচ্ছে, তাতে রাস্তা এক মাসও টিকবে না। সে কারণে কাজ বন্ধ করে দিয়েছি আমরা।’’ আর এক বাসিন্দা আস্তিক নন্দী রাস্তা থেকে পিচ তুলে দেখিয়ে বলেন, ‘‘পাতলা করে পিচের প্রলেপ দেওয়া হচ্ছে। এ ভাবে রাস্তা বানালে কোনও লাভই হবে না।’’

বিক্ষোভের জেরে এলাকা ছেড়ে চলে যান নির্মাণ শ্রমিকেরা। সাধারনত গ্রামীণ এলাকায় উন্নয়নের কাজ জেলা পরিষদের মাধ্যমেই করা হয়। এলাকাবাসীর অভিযোগ প্রসঙ্গে স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান বলেন, ‘‘রাস্তাটি সরাসরি পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দফতর তৈরি করাচ্ছে। জেলা পরিষদের কেউ কিছু জানেন না।’’ ওই দফতরের সড়ক নির্মাণ বিভাগের জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার সব্যসাচী ওঝা বলেন, ‘‘অভিযোগ পেয়ে ঠিকাদারকে ডেকে পাঠানো হয়েছে। সরকারি নির্দেশ মেনে
উপযুক্ত সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করতে হবে। কাজের গুণমান বজায় রাখতে হবে।’’ বিডিও (সালানপুর) দেবাঞ্জন বিশ্বাসের আশ্বাস, অভিযোগ পেলে পদক্ষেপ করা হবে।

ওই ঘটনা শোরগোল ফেলেছে রাজনীতিতেও। বিজেপির জেলা সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘‘এ রাজ্যে সরকারি কাজ করতে গেলে তৃণমূলকে তুষ্ট করতে তোলা দিতে হয় ঠিকা সংস্থাদের। এ ক্ষেত্রেও তৃণমূলের চাহিদা মেটাতে কাজে জল মেশাতে বাধ্য হয়েছে ঠিকা সংস্থাটি।’’ যদিও এই অভিযোগ অসত্য দাবি করে বিজেপিকে পাল্টা বিঁধেছেন তৃণমূলের সালানপুর ব্লক সভাপতি মহম্মদ আরমান। তিনি বলেন, ‘‘বিজেপির কাজই হল তৃণমূলকে বদনাম করা। আমরা খবর পেয়েই সংশ্লিষ্ট দফতরকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Salanpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE