Advertisement
০৫ মে ২০২৪

মহিলার মৃত্যুতে ভাঙচুর, বেনিয়মের অভিযোগে বিক্ষোভ

দামোদরের ওই বালিঘাটের ঠিকাদারের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।

 দুর্ঘটনার পরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বালিঘাটের ঠিকাদারের কার্যালয়ে। বুধবার অণ্ডালের পুবরা ঘাটে। ছবি: ওমপ্রকাশ সিংহ

দুর্ঘটনার পরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বালিঘাটের ঠিকাদারের কার্যালয়ে। বুধবার অণ্ডালের পুবরা ঘাটে। ছবি: ওমপ্রকাশ সিংহ

নিজস্ব সংবাদদাতা
অণ্ডাল শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ০১:৫৫
Share: Save:

বালি বোঝাই ট্রাকের চাকায় চাপা পড়ে এক মহিলার মৃত্যুতে অশান্ত হয়ে উঠল অণ্ডালের মদনপুর পঞ্চায়েতের পুবরা বালিঘাট লাগোয়া এলাকা। চারটি বালির গাড়িতে ভাঙচুর, দামোদরের ওই বালিঘাটের ঠিকাদারের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি ডাম্পারে। পুলিশ ও দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দামোদরে পুবরা বালিঘাটে স্নান করতে যান এলাকার অনেকেই। এ দিন তনুজাদেবী স্নান সেরে ছেলে মনঞ্জয়ের স্কুটিতে বাড়ি ফিরছিলেন। ঘাটের অদূরে একটি বালি বোঝাই ট্রাক রাস্তায় উঠছিল। সেই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পিছিয়ে আসতে থাকে। মনঞ্জয় স্কুটি থেকে ঝাঁপ দিয়ে রাস্তার পাশে পড়়ে যান। স্কুটি থেকে নামতে না পেরে তনুজাদেবী ট্রাকের চাকার তলায় পড়ে যান। দু’জনকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তনুজাদেবীকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মনঞ্জয়ের প্রাথমিক চিকিৎসা করানো হয়।

দুর্ঘটনার খবর পেয়েই বিজেপির নেতৃত্বে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিতে ভাঙচুর চালানো হয়। বালিঘাটে দাঁড়িয়ে থাকা আরও তিনটি ডম্পারে ভাঙচুর চলানো হয়। বালিঘাটের ঠিকাদার সংস্থার বাঁশ দিয়ে তৈরি কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আঢাকা বালি পরিবহণ করা যাবে না। কারণ, ঢাকা না দিয়ে বালি নিয়ে যাওয়ার জেরে সংলগ্ন এলাকার রাস্তা বালিতে ভরে গিয়েছে। তাতে দুর্ঘটনা বাড়ছে।

বিজেপির অণ্ডাল মণ্ডল সভাপতি জয়ন্ত মিশ্রের অভিযোগ, ‘‘বৈধ ঘাটের ঠিকা নিয়ে নিয়ম না মেনে বালিঘাট চালানো হচ্ছে। অবৈধ ভাবে যন্ত্রের সাহায্যে বালি তোলা হচ্ছে। আঢাকা বালি পরিবহণও অবৈধ। এ সবই হচ্ছে শাসক দলের মদতে। আমরা এ ভাবে বালি পাচার হতে দেব না।” তৃণমূলের অণ্ডাল ব্লক যুব সভাপতি পার্থ দেওয়াসি অবশ্য কোনও রকম মদতের অভিযোগ উড়িয়ে বলেন, “বিনা আচ্ছাদনে বালি পরিবহণ বন্ধ করা ও রাস্তাগুলি নিয়মিত সাফাইয়ের দাবিতে গাড়ি আটক রেখে আমরা একাধিক বার বিক্ষোভ দেখিয়েছি। এখনও আমাদের সেটাই দাবি। প্রশাসন ব্যবস্থা নিক।”

ঠিকা সংস্থার এক কর্তা অভিজিৎ ভট্টাচার্য বলেন, “সব নিয়ম মেনেই বালি তোলা ও পরিবহণ হচ্ছে। এ দিন বালি বোঝাই একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাতেই দুর্ঘটনা ঘটে গিয়েছে।” পুলিশ জানায়, ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজ চলছে। এলাকায় পুলিশি নজরদারি রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Accident Road Safety Sand Mafia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE