ঋণের কিস্তির টাকা জোগাড় হয়নি। স্থানীয়দের দাবি, সেই অপমান এবং মানসিক চাপে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন এক বধূ। মৃতার নাম রিনা সাঁতরা। তাঁর বয়স ৪৩ বছর।
রিনার বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানার বাবলা গ্রামে। মঙ্গলবার বিকালে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দিন আগে রিনা বাড়িতে কীটনাশক খেয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
পরিবার সূত্রে জানা যায়, বছরখানেক আগে মেয়ের বিয়ে ও নিজের চিকিৎসার জন্য দু’টি বেসরকারি ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকার ঋণ নিয়েছিলেন রিনা। স্বামী সুজিত সাঁতরা রাইস মিলে শ্রমিকের কাজ করেন। রিনা আয়ার কাজ করে সংসার চালাতে সহায়তা করতেন। সম্প্রতি ঋণের কিস্তি শোধ করতে গিয়ে হিমশিম খাওয়ার মতো অবস্থা হয় রিনার। বাধ্য হয়ে কিছু স্থানীয় গোষ্ঠীর কাছ থেকে তিনি অতিরিক্ত ঋণ নেন বলে খবর।
অভিযোগ, তার পরেও কিস্তির টাকা জোগাড় করতে না পারায় কয়েকদিন ধরে ব্যাঙ্কের পক্ষ থেকে চাপ দেওয়া হয় রিনাকে। ঘটনার আগের দিন ব্যাঙ্ককর্মীরা বাড়িতে এসে তাঁকে অপমান করেন বলে অভিযোগ পরিবারের। মানসিক ভাবে ভেঙে পড়েই রিনা আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি স্বামীর।
পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ব্যাঙ্ককর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।