Advertisement
E-Paper

কবে চালু নতুন পাঠ্যক্রম, ধোঁয়াশা

প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের কাজ এখনও হয়ে ওঠেনি। তাই চলতি শিক্ষাবর্ষ থেকে আসানসোল জেলা হাসপাতালে ডিপ্লোমা ইন ন্যাশানাল বোর্ডের (ডিএনবি) পাঠ্যক্রম চালুর বিষয়টি অনিশ্চিত, ডিএনবি-র দুই বিশেষজ্ঞ পরিদর্শন করে যাওয়ার পরে হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৪ ০০:৪২
পরিদর্শনে বিশেষজ্ঞেরা।—নিজস্ব চিত্র।

পরিদর্শনে বিশেষজ্ঞেরা।—নিজস্ব চিত্র।

প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের কাজ এখনও হয়ে ওঠেনি। তাই চলতি শিক্ষাবর্ষ থেকে আসানসোল জেলা হাসপাতালে ডিপ্লোমা ইন ন্যাশানাল বোর্ডের (ডিএনবি) পাঠ্যক্রম চালুর বিষয়টি অনিশ্চিত, ডিএনবি-র দুই বিশেষজ্ঞ পরিদর্শন করে যাওয়ার পরে হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অক্টোবরের মধ্যে পরিকাঠামো উন্নত করে ফেলা হবে।

আসানসোল জেলা হাসপাতালে ডিএনবি-র পাঠ্যক্রম শুরুর অনুমোদন আসে প্রায় বছরখানেক আগে। প্রাথমিক ভাবে ঠিক ছিল, এই শিক্ষাবর্ষ অর্থাত্‌ জুলাই থেকে এখানে এই পাঠ্যক্রম শুরু হবে। সে জন্য হাসপাতালে পরিকাঠামোর উন্নয়ন সংক্রান্ত কিছু প্রস্তাব দিয়েছিলেন ডিএনবি-র বিশেষজ্ঞেরা। সেই কাজ কত দূর এগিয়েছে, তা দেখার জন্য শনিবার হাসপাতাল পরিদর্শনে আসেন ডিএনবি-র দুই শিশুরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ভি আর আনন্দ এবং ভি কে গোয়েল। এ দিন সকাল ৯টা নাগাদ তাঁরা হাসপাতালে আসেন। তাঁদের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান হাসপাতালের চিকিত্‌সক ললিত রায়। দুপুর ১টা নাগাদ বিশেষজ্ঞেরা হাসপাতাল ছাড়েন। পরিদর্শন শেষে ডিএনবি-র দুই বিশেষজ্ঞ বিশেষ কিছু বলতে রাজি হননি। তাঁরা শুধু জানান, বিশদ রিপোর্ট সংশ্লিষ্ট দফতরে এবং মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে জমা দেবেন। তার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিক করবেন, কবে থেকে এই পাঠ্যক্রম শুরু হবে।

হাসপাতাল সূত্রে খবর, ডিএনবি-র পাঠ্যক্রম চালুর জন্য বেশ কয়েকটি জায়গায় উন্নতি প্রয়োজন বলে বিশেষজ্ঞেরা জানিয়েছেন। চিকিত্‌সক ললিতবাবু জানান, দুই বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন, হাসপাতালে একটি সিটি স্ক্যান ও ডায়ালিসিস ইউনিট তৈরি করতে হবে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও প্যাথলজি দফতরের পরিকাঠামো আরও উন্নত করতে হবে। বিশেষজ্ঞেরা পরিদর্শন সেরে যাওয়ার পরে সুপার নিখিলচন্দ্র দাস জানান, হাসপাতালের পাঠাগার ও সভাকক্ষটি দেখে ডিএনবি-র বিশেষজ্ঞেরা খুশি হয়েছেন। তিনি বলেন, “আমাদের হাসপাতালে বেসরকারি উদ্যোগের সঙ্গে যৌথ ভাবে একটি সিটি স্ক্যান ও একটি ডায়ালিসিস ইউনিট তৈরির পরিকল্পনা হয়েছে। দ্রুত সেগুলি তৈরি করা হবে।”

আসানসোল জেলা হাসপাতালে ডিএনবি-র পাঠ্যক্রমের স্ত্রীরোগ, আ্যনাসথেসিয়লজি, শিশুরোগ, অস্ত্রোপচার এবং মেডিসিনএই পাঁচটি বিষয় পড়ানোর অনুমোদন দিয়েছে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া। প্রতিটি তিন বছরের পাঠ্যক্রম। প্রতি বছর ১২ জন করে চিকিত্‌সক এই বিষয়গুলি পড়ার সুযোগ পাবেন। স্ত্রীরোগ বিষয়ে প্রতি বছর চার জন, বাকিগুলিতে দু’জন করে পড়তে পারবেন। নির্দিষ্ট বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করার পরেই চিকিত্‌সকেরা এই পাঠ্যক্রমে ভর্তির সুযোগ পাবেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্য সরকার এই পাঠ্যক্রম চালুর জন্য প্রায় ১৫ লক্ষ টাকা অনুদান দিয়েছে। এই হাসপাতালে এই পাঠ্যক্রম চালুর উদ্যোগে খুশি চিকিত্‌সক মহল। আসানসোল স্বাস্থ্যজেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক মনিকাঞ্চন সাহা জানান, সরকারের এই উদ্যোগ এলাকার স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করবে। এলাকার চিকিত্‌সক অরুণাভ সেনগুপ্তের মতে, “হাসপাতালে এই পাঠ্যক্রম চালু হলে এলাকার চিকিত্‌সকেরা গবেষণা করার সুযোগ পাবেন। ফলে, চিকিত্‌সা বিজ্ঞানের উন্নতি হবে।”

new syllabi diploma in national board asansol district hospital inspection team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy