Advertisement
E-Paper

খেলার টুকরো খবর

বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতায় বর্ধমান রাজ কলেজ বনাম হুগলির খলিসানি কলেজের খেলাকে ঘিরে উত্তেজনা ছড়াল। রাজ কলেজের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের বিরুদ্ধে ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগ করেছে খলিসানি। সোমবার বর্ধমান মোহনবাগান মাঠে খেলা শুরুর সময় রাজ কলেজের ক্রীড়া সম্পাদক আজাহারউদ্দিন দফাদার অভিযোগ করেন, খলিসানির খেলোয়াড় পীযূষ ঘোষ সংশ্লিষ্ট কলেজের ছাত্র নন।

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৫ ০০:১৯

মারের নালিশে মাঠে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতায় বর্ধমান রাজ কলেজ বনাম হুগলির খলিসানি কলেজের খেলাকে ঘিরে উত্তেজনা ছড়াল। রাজ কলেজের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের বিরুদ্ধে ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগ করেছে খলিসানি। সোমবার বর্ধমান মোহনবাগান মাঠে খেলা শুরুর সময় রাজ কলেজের ক্রীড়া সম্পাদক আজাহারউদ্দিন দফাদার অভিযোগ করেন, খলিসানির খেলোয়াড় পীযূষ ঘোষ সংশ্লিষ্ট কলেজের ছাত্র নন। অভিযোগের সপক্ষে আজহারউদ্দিন দফাদার অধ্যক্ষের সই করা একটি প্রতিবাদপত্রও বিশ্ববিদ্যালেয়র ক্রীড়া বিভাগের কর্তার হাতে জমা দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করে খলিসানি। খেলার পরেও খলিসানির ড্রেসিংরুমে রাজ কলেজের ছাত্ররা চড়াও বলে অভিযোগ। খলিসানির ক্রীড়া সম্পাদক দেবাশিস করের অভিযোগ, “আমাকে এবং আমাদের কয়েকজন ক্রিকেটারকে মারধর করা হয়।” দেবাশিসবাবুর আরও দাবি, মাঠের মধ্যেও ভীতি প্রদর্শন করে রাজ কলেজের পড়ুয়ারা। রাজকলেজের ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক শেখ আমানুল্লা যদিও সাফাই, “খলিসানির ক্রিকেটারেরা আমাদের গালিগালাজ করে। তাতে আমাদের ছেলেরা উত্তেজিত হয়ে পড়লেও মারধরের ঘটনা হয়নি।” রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারকেশ্বর মণ্ডল যদিও আশ্বাস, “মারধরের ঘটনায় আমাদের কোনও পড়য়া যুক্ত থাকলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” এ দিন রাজ কলেজ ২৯.২ ওভারে করে ১৩৪। খলিসানির নকুল দাস ৪টি ও চন্দন সিংহ ৩টি উইকেট পান। খলিসানির ইনিংস ১১৬ রানে শেষ হয়ে যায়। তাদের চন্দন সিংহ করে ৩৪ রান। রাজ কলেজের প্রসেনজিৎ ধীবর ৩টি ও শুভম দত্ত ২টি উইকেট পান। এই জয়ের সুবাদে রাজ কলেজ কোয়ার্টার ফাইনালে উঠল।

মহকুমা ফুটবলে চ্যাম্পিয়ন নবসূর্য

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থার ফুটবল মরসুম শেষে চ্যাম্পিয়ন ও রানার্সের নাম ঘোষণা করা হল। সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবসূর্য এসিসি। ওই প্রতিযোগিতায় রানার্স পলাশডিহা আদিবাসী এসসি। প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন ও রানার্স যথাক্রমে ডায়মা, এবিএল রিক্রেয়শন ক্লাব। দ্বিতীয় ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছে পারুলিয়া আদিবাসী গোল্ডেন আরসি। দ্বিতীয় হস্টেল এসি। অনূর্ধ্ব ১৬ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শান্তি স্পোর্টিং ক্লাব ও রানার্স আপ উখড়া ফুটবল অ্যাকাডেমি। অনূর্ধ্ব ১৪ বিভাগে চ্যাম্পিয়ন দুর্গাপুর হিরোজ ও রানার্স ধাণ্ডাবাগ ইয়ুথ ক্লাব।

জয়ী কুঠিরডাঙা

নিজস্ব সংবাদদাতা • অন্ডাল

অন্ডাল ও হাওড়া জিআরপি-র যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কুঠিরডাঙা বুলেট সঙ্ঘ। তারা সোমবার অন্ডাল গিয়ার মাঠে অন্ডাল জিআরপিকে টাইব্রেকারে ৫-২ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল গোলশূন্য। উদ্যোক্তারা জানান, দু’দিনের ওই প্রতিযোগিতায় আটটি দল যোগ দিয়েছিল।

শুঁড়িপাড়ার হার

নিজস্ব সংবাদদাতা • হিরাপুর

কেআরএমসি আয়োজিত দিলীপ ঘোষ স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় সোমবার জিতল দামোদরপুর সিসি। তারা কুইলাপুর মাঠে শুড়িপাড়া মিলন সঙ্ঘকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে দেয়।

জয়ী নবসূর্য

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থার ফুটবল মরসুম শেষে চ্যাম্পিয়ন ও রানার্সের নাম ঘোষণা করা হল। ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবসূর্য এসিসি, রানার্স পলাশডিহা আদিবাসী এসসি।

bard khela
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy