Advertisement
E-Paper

খেলার টুকরো খবর

৩৪টি কলেজকে নিয়ে শুরু হল বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা। সোমবার প্রথম ম্যাচে বাঁকুড়ার পাঁচমুড়া কলেজ ৩-০ গোলে হারিয়েছে হুগলির ভদ্রেশ্বরের কবি সুকান্ত মহাবিদ্যালয়কে। অপর ম্যাচে শ্রীগোপাল বন্দোপাধ্যায় কলেজ ১-০ গোলে হারায় বীরভূমের শম্ভুনাথ মহাবিদ্যালয়কে। গোল করেন অসিত মোহন্ত। এ দিনই পূর্বাঞ্চল আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দল গঠিত হয়েছে।

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৩:০০

বিশ্ববিদ্যালয় ফুটবল শুরু

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

৩৪টি কলেজকে নিয়ে শুরু হল বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা। সোমবার প্রথম ম্যাচে বাঁকুড়ার পাঁচমুড়া কলেজ ৩-০ গোলে হারিয়েছে হুগলির ভদ্রেশ্বরের কবি সুকান্ত মহাবিদ্যালয়কে। অপর ম্যাচে শ্রীগোপাল বন্দোপাধ্যায় কলেজ ১-০ গোলে হারায় বীরভূমের শম্ভুনাথ মহাবিদ্যালয়কে। গোল করেন অসিত মোহন্ত। এ দিনই পূর্বাঞ্চল আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দল গঠিত হয়েছে। ১২০ জনের মধ্যে থেকে ৩০ জনের দল গঠিত হয়েছে। নির্বাচিতদের নিয়ে পূজোর ছুটির পরে আবাসিক শিবির চালু হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ।

রাজ্য স্কুল সাঁতারে জেলার ২০ পড়ুয়া

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

রাজ্য স্কুল সাঁতারে বর্ধমান জেলা থেকে যোগ দেবে ২০ জন ছাত্রছাত্রী। আলমগঞ্জের সুইমিং পুলে বাছাই শিবিরে ৫টি মহকুমা থেকে ৭০ জন ছাত্রছাত্রীর মধ্যে থেকে তাদের বাছাই করা হয়েছে। দলে রয়েছে দুই জাতীয়। সাঁতারু প্রত্যয় ভট্টাচার্য ও সায়নী দাস। ২৩-২৫ সেপ্টেম্বর হুগলির চুঁচুড়ায় অনুষ্ঠিত হবে ওই প্রতিযোগিতা।

নকআউট ফুটবল

নিজস্ব সংবাদদাতা • কাঁকসা

গোপালপুর জাতীয় সঙ্ঘ আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দুর্গাপুর ইয়ং বেঙ্গল। ক্লাবের মাঠে তারা ১-০ গোলে চিত্তরঞ্জনের অরবিন্দ অ্যাকাডেমিকে হারায়।

চ্যাম্পিয়ন উখড়া

নিজস্ব সংবাদদাতা • অন্ডাল

তৃণমূলের বক্তারনগর আঞ্চলিক কমিটি আয়েজিত শ্রীধরচন্দ্র পাল ও বেণীমাধব খাঁ স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল উখড়া ফুটবল অ্যাকাডেমি। তাঁরা বক্তারনগর মাঠে বক্তারনগর ফুটবল অ্যাসোসিয়েশনকে টাইব্রেকারে ৫-০ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। পুরস্কার বিতরণ করেন আসানসোল (দক্ষিণ)-এর বিধায়ক তাপস বন্দোপাধায়, রানিগঞ্জের বিধায়ক সোহরাব আলি ও রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সেনাপতি মণ্ডল।

জিতল ইস্পাত

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

কোলফিল্ড গেমস অ্যান্ড কালচারাল অ্যাকাডেমি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় সোমবার প্রথম খেলায় জয়ী হল দুর্গাপুর ইস্পাত। তারা কোটালডিহি মাঠে রামনগর এফসি-কে ২-১ গোলে হারিয়ে দেয়। পরের খেলায় হুগলি মহাল অ্যাকাডেমি এনইউসিএসি-কে ১-০ গোলে হারায়।

আমরা সবাই হারল

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

বর্ধমানে রাধারানি স্টেডিয়ামে চলছে সুপার ডিভিশন লিগ। নিজস্ব চিত্র।

সুপার ডিভিশন ফুটবল লিগে লোকো সেন্টার অব ইয়ং সোসাইটি ২-০ গোলে হারাল আমরা সবাই ক্লাবকে। খেলার দুই অর্ধে একটি করে গোল করেন আমির আলি দফাদার ও উজ্জল ঘোষ। সুপার ডিভিশন অন্য খেলায় বড়শূল ইয়ং মেনস্ অ্যাসোসিয়েশন ২-০ গোলে সাইকে হারায়। গোল দু’টি করে শৈলেশ কোঁড়া ও জয়দেব মান্ডি।

চিত্তরঞ্জনে লিগ

নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন

জোনাল স্পোটর্স আয়োজিত ফুটবল লিগে সোমবারের খেলায় জয়ী হয় অরবিন্দ এফএ। তারা ওভাল মাঠে তিলকা মাজিকে ৩-১ গোলে হারিয়ে দেয়। খেলার সেরা জয়ী দলের উমেশ হেমব্রম। এই প্রতিযোগিতায় এ দিন এইচসিএল মাঠে ছাত্র সঙ্ঘ ও জানবিকেশের খেলা গোলশূন্য ভাবে শেষ হয়। এই খেলার সেরা জানবিকাশের হেমলাল মারান্ডি।

চ্যালেঞ্জ ফুটবল

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

বুধা ভিলেজ আয়োজিত ভৈরবনাথ চ্যালেঞ্জ ফুটবলে সোমবারের খেলায় জয়ী হয় বিআরসি। তারা বুধা মাঠে রানিগঞ্জ একাদশকে ৩-০ গোলে হারিয়ে দেয়।

হারল দিশারি

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

কমলপুর ইয়ং স্পোর্টিং ক্লাব আয়োজিত বুড়ো সরকার স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় সোমবার কমলপুর মাঠে ডিএসপিএসএ ২-০ গোলে আইএন দিশারি সঙ্ঘকে হারায়। গোল দু’টি করেন রথিকান্ত শুর। খেলা পরিচালনা করেন অভীক চক্রবর্তী, তুষারকান্তি বারিক ও রবীন্দ্রনাথ সোরেন। দু’টি দলই গোলের সুযোগ পেয়েছিল।

নকআউট ফুটবল

নিজস্ব সংবাদদাতা • কাঁকসা

গোপালপুর জাতীয় সঙ্ঘ আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দুর্গাপুর ইয়ং বেঙ্গল। ক্লাবের মাঠে তারা ১-০ গোলে চিত্তরঞ্জনের অরবিন্দ অ্যাকাডেমিকে হারায়। দু’টি দলই গোলের প্রচুর সুযোগ পেয়েছিল।

প্রথম ডিভিশন লিগ

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগে সোমবার এএসপি মাঠে এবিএল রিক্রেয়শন ক্লাব একপেশে খেলায় ৫-০ গোলে উখড়া ফুটবল অ্যাকাডেমিকে হারায়।

স্কুল ফুটবল

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

আসানসোল গ্রাম আয়েজিত আন্তঃবিদ্যালয় ফুটবলে সোমবার জয়ী হয় পূর্ব রেল উচ্চ বিদ্যালয়। তারা রামসায়র মাঠে বার্নপুর বয়েজ হাইস্কুলকে ২-১ গোলে হারিয়ে দেয়।

স্মৃতি ফুটবল

নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া

চিচুড়িয়া সুকান্তপল্লি আয়োজিত মৃণালকান্তি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মধুসূদনপুর। তারা চিচুড়িয়া বাঙালপাডাকে ৪-৩ গোলে হারিয়ে দেয়।

bard khela
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy