Advertisement
E-Paper

টুকরো খবর

জাতীয় প্রতিযোগিতায় নৃত্য প্রতিযোগিতায় সফল হলেন কালনার শ্রেয়া ভট্টাচার্য। সম্প্রতি উত্তরপ্রদেশের ইলাহাবাদের প্রয়াগ সঙ্গীত সমিতির একটি সর্বভারতীয় প্রতিযোগিতার কত্থক নৃত্যের বিভাগে প্রথম হয়েছে শ্রেয়া। শ্রেয়ার পরিবার সূত্রে জানা গিয়েছে, দশ বছর বয়স থেকেই জেলা ও রাজ্যে স্তরের বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় সফল হয়ে আসছে সে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি আয়োজিত প্রতিযোগিতাতেও সফল হয়েছিল কালনা কলেজের সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের এই ছাত্রী।

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৪ ০১:৪২

জাতীয় স্তরের কত্থকে সফল কালনার ছাত্রী
নিজস্ব সংবাদাদাতা • কালনা


অনুশীলনে মগ্ন শ্রেয়া। —নিজস্ব চিত্র।

জাতীয় প্রতিযোগিতায় নৃত্য প্রতিযোগিতায় সফল হলেন কালনার শ্রেয়া ভট্টাচার্য। সম্প্রতি উত্তরপ্রদেশের ইলাহাবাদের প্রয়াগ সঙ্গীত সমিতির একটি সর্বভারতীয় প্রতিযোগিতার কত্থক নৃত্যের বিভাগে প্রথম হয়েছে শ্রেয়া। শ্রেয়ার পরিবার সূত্রে জানা গিয়েছে, দশ বছর বয়স থেকেই জেলা ও রাজ্যে স্তরের বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় সফল হয়ে আসছে সে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি আয়োজিত প্রতিযোগিতাতেও সফল হয়েছিল কালনা কলেজের সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের এই ছাত্রী। শ্রেয়ার মা ঝর্ণা ভট্টাচার্য বলেন, “আমার ইচ্ছে আরও অনেক জাতীয় প্রতিযোগিতায় মেয়েকে সফল হতে দেখা।” শ্রেয়ার বাবা পেশায় ব্যাঙ্ক কর্মী চন্দন ভট্টাচার্য জানান, তাঁদের দুই মেয়ের মধ্যে শ্রেয়া হল বড়। নিয়মিত প্রস্তুতিই তাঁর সাফল্যর অন্যতম কারণ। শ্রেয়ার নিজের লক্ষ্য সামনের অগস্টে সর্বভারতীয় সিনিয়র স্কলারশিপ প্রতিযোগিতায় সাফল্য পাওয়া। তাঁর কথায়, “লক্ষ্য সফল করার জন্য এখন থেকেই দিন রাত এক করে পরিশ্রম করছি।”

রানিগঞ্জ স্টেশনে উদ্ধার কিশোরী
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

স্টেশন থেকে উদ্ধার হল মালদহের বছর দশেকের একটি মেয়ে। মঙ্গলবার সকালে রানিগঞ্জ স্টেশনে তাকে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটি তাদের জানায়, মালদহের ডোবা খোকসুন এলাকা থেকে মা ও ভাইয়ের সঙ্গে বর্ধমানের কাদুবাড়িতে বেড়াতে এসেছিল সে। সোমবার রাতে বাড়ি ফেরার সময়ে রানিগঞ্জ স্টেশনে নামে। রাতে সেখানেই তিন জনে ঘুমিয়ে পড়ে। এর পরে মঙ্গলবার সকালে উঠে সে দেখে, মা ও ভাই নেই। রানিগঞ্জ থানার পুলিশ জানায়, মালদহে নির্দিষ্ট থানায় যোগাযোগ করে তাঁরা জেনেছেন, মেয়েটির বাবা মারা গিয়েছেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠন মেয়েটির মা ও ভাইয়ের খোঁজ করে তাকে হস্তান্তরের দায়িত্ব নিয়েছে। ওই সংগঠন তাঁদের খুঁজে না পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

দেওয়াল লিখনে গোলমাল

দেওয়াল লিখনকে কেন্দ্র করে গোলমালের অভিযোগ উঠছে শিল্পাঞ্চল এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল দখল, দেওয়ালে নাম মুছে দেওয়ার অভিযোগ তুলছে বিরোধীরা। তৃণমূল যদিও এ সব মানতে নারাজ। সিপিএমের অজয় জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্ত অভিযোগ করেন, শনিবার সাতগ্রামে তাঁদের ভোটের প্রচারের জন্য চিহ্নিত দেওয়াল দখল করে নেয় তৃণমূল। এর পরে রবিবার নন্ডি গ্রামে যে দেওয়ালে তাঁদের প্রার্থীর নাম লেখার কথা ছিল, তা দখল করে তৃণমূল কর্মীরা নিজেদের প্রার্থীর নাম লিখে দেয়। মঙ্গলবার চাঁদা মোড়ে তাঁদের দেওয়াল লিখনের সময়ে স্থানীয় এক তৃণমূল নেতা জনাকয়েক সমর্থককে নিয়ে তাঁদের এক কর্মীর উপর চড়াও হয়ে এবং দেওয়াল দখল করে নেয় বলে তাঁর অভিযোগ। সিপিএমের রানিগঞ্জ জোনাল সম্পাদক রুনু দত্ত আবার অভিযোগ করেন, রবিবার রাতে রানিগঞ্জের আমরাসোঁতা গ্রামে তাঁদের একাধিক দেওয়াল লিখন মুছে দেয় তৃণমূলের লোকজন। তাঁদের দলীয় কার্যালয়ে গোবরও লেপে দেওয়া হয়। সিপিএম নেতৃত্বের অভিযোগ, প্রতিটি ক্ষেত্রে থানায় অভিযোগ জানানো হলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। তৃণমূলের বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) কমিটির কার্যকরী সভাপতি ভি শিবদাসনের অবশ্য পাল্টা দাবি, বিরোধীদের উপরে সিপিএমএ-ই এত দিন এ ধরনের কাজ করে এসেছে। এখন তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মানুষের কাছে সহানুভূতি আদায় করতে চাইছে। নিষ্ক্রিয়তার অভিযোগ উড়িয়ে পুলিশ জানায়, তদন্ত চলছে।

বেতনের দাবিতে বিক্ষোভ

বেতন না পাওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার বুদবুদ থানার পণ্ডালি মৌজায় নির্মীয়মাণ সার কারখানার ঠিকা শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন। ঠিকা শ্রমিকেরা জানান, তাঁরা অধিকাংশই এসেছেন ভিন্ রাজ্য থেকে। গত চার মাস ধরে বেতন অনিয়মিত। ফলে, বাড়িতে টাকা পাঠাতে পারছেন না। পরিবারের লোকজন অর্থকষ্টে ভুগছেন। বারবার সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি জানানো হলেও কোনও কাজ হচ্ছে না বলে তাঁদের দাবি। প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান তাঁরা। তখন এক মাসের বেতন দেওয়া হয়। কিন্তু বকেয়া মেটানোর ব্যাপারে কোনও উদ্যোগ হচ্ছে না বলেও অভিযোগ তাঁদের। ঠিকাদার সংস্থার পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে বিকেলে বিক্ষোভ থামে। পণ্ডালি মৌজায় ৪১৯ একর জমিতে এই বেসরকারি সার কারখানাটির নির্মাণ কাজ চলছে। এখানে গ্রিনফিল্ড অ্যামোনিয়া-ইউরিয়া সার তৈরির উদ্যোগ হয়েছে। বিনিয়োগের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা।

ধৃত ভুয়ো পরীক্ষার্থী

রেলে নিয়োগের পরীক্ষা দিতে আসা দুই ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, আসানসোলের লোকো মাঠে রেলে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। সেখানেই রেলরক্ষী বাহিনীর কর্মীরা তাদের আটক করেন। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়।

আইএমএ-র কমিটি

আইএমএ-র আসানসোল শাখার নতুন কমিটি গঠিত হল। আর সি মল্লিককে সভাপতি এবং রাহুল আমিনকে সম্পাদক মনোনীত করে ২৮ জনের কমিটি গঠন করা হয়েছে বলে আইএমএ-র তরফে জানানো হয়। সংগঠনের কোলফিল্ড কমিটির সম্পাদক পি সি মাজি জানান, এ বার বিনা প্রতিদ্বন্দিতায় সর্বসম্মতিতে কমিটি গঠিত হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু যুবকের

মঙ্গলবার সকালে বর্ধমান থানার কাষ্টকুড়ুম্বা গ্রামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম শেখ টোটন (২৫)। বাড়ি ওই এলাকাতেই। মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে। পুলিশ অজ্ঞাতপরিচয় কিছু লোকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। মৃতের কাকা দিলীপ শেখ ও প্রতিবেশী কুদ্দুস আলি, হবিবুল শেখেরা জানান, পেশায় আইসক্রিম বিক্রেতা টোটনের বাবা-মা নেই। সম্প্রতি বিয়ে করলেও তাঁর স্ত্রী পালিয়ে যায়। মানসিক ভাবে কিছুটা অপ্রকৃতিস্থ টোটন রাতে বাড়ির বাইরে ঘুরত। ওই রাতেও সে বাজারে ঘুরছিল। অভিযোগ, একটি দোকান থেকে বিস্কুট তুলে খাওয়ায় কয়েকজন বাসিন্দা তাঁকে চোর বলে মারতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানায়, ওই যুবককে কেন চোর সন্দেহে মারধর করা হল তা দেখা হচ্ছে।

বার্নপুরে সভা

—নিজস্ব চিত্র।

কর্মিসভা শুরু করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বংশগোপাল চৌধুরী। মঙ্গলবার বার্নপুরে এবি টাইপ আবাসন এলাকায় দলের শ্রমিক সংগঠনের কর্মী-সদস্যদের নিয়ে সভা করেন তিনি। তাঁর দাবি, বিরোধী প্রার্থী কে, সে নিয়ে তাঁদের মাথাব্যথা নেই। তিনি জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে তাঁরা বড় সভা শুরু করবেন। এ দিনই দুর্গাপুরের বিধাননগরে হাডকো মোড় থেকে মিছিল করে সিপিএম। ছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী সাইদুল হক। এ দিন থেকেই দুর্গাপুরে তাঁরা প্রচার শুরু করলেন বলে জানান তিনি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy