Advertisement
০৩ মে ২০২৪

ঠা ঠা রোদ পিছনে ফেলে নৌকায়, মিছিলে শেষ প্রচার

কেউ ঘুরলেন নিজের এলাকায়। কেউ করলেন নৌকা প্রচার। আবার কেউ করলেন মহামিছিল। শেষ দিনের প্রচারে দলীয় কর্মীদের নিয়ে জেলার আনাচে কানাচে ঘুরে বেরালেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। কাল, বুধবার জেলার দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন। একই সঙ্গে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমান জেলার মঙ্গলকোট, কেতুগ্রাম ও আউশগ্রাম বিধানসভা এলাকাতেও ভোট হবে বুধবার।

ভোটের সাজ। বর্ধমানে নিজস্ব চিত্র।

ভোটের সাজ। বর্ধমানে নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ০২:১১
Share: Save:

কেউ ঘুরলেন নিজের এলাকায়। কেউ করলেন নৌকা প্রচার। আবার কেউ করলেন মহামিছিল। শেষ দিনের প্রচারে দলীয় কর্মীদের নিয়ে জেলার আনাচে কানাচে ঘুরে বেরালেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। কাল, বুধবার জেলার দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন। একই সঙ্গে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমান জেলার মঙ্গলকোট, কেতুগ্রাম ও আউশগ্রাম বিধানসভা এলাকাতেও ভোট হবে বুধবার।

গত কয়েক দিনের মত এ দিনও ছিল তীব্র গরম। ক্লান্তি কমাতে কারও প্রচারে সঙ্গী ছিল লেবু-জল। কারও ব্যাগে ছিল গ্লুকোজ। শেষ বেলার প্রচারে বেশ হাল্কা মেজাজেই ছিলেন বর্ধমান পূর্ব কেন্দ্রের সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস। এ দিন তিনি বেলা ৯টা নাগাদ কাটোয়ার সার্কাস ময়দানের বাড়ি থেকে বেরিয়ে নিজের এলাকা কাটোয়া ২ ব্লকের বিভিন্ন গ্রামে গিয়ে প্রচার করেন। প্রচারের সময় কখনও তিনি হেঁটেছেন, কখনও চায়ের দোকানে আড্ডা দিয়েছেন। তার মধ্যেই চলেছে কর্মী বৈঠক। এ দিন তিনি নিজের গ্রাম গৌড়ডাঙাতেও প্রচারে যান। বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল এ দিন সকাল ৬টা থেকে প্রচার শুরু করেন। তিনি প্রথমে যান দাঁইহাট শহরের কলোনি এলাকায়। সেখান থেকে কালনায় ভাগীরথীতে নৌকা করে এক ঘণ্টা প্রচার করেন। বিজেপির প্রার্থী সন্তোষ রায় এ দিন জামালপুরের তৌবেরিয়া গ্রামের শিক্ষক পঞ্চানন দাসের শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে শ্মশানঘাটে যান। তারপরে সকাল ৮ টা থেকে জামালপুরের সেলিমাবাঁধ-সহ কিছু এলাকায় প্রচার সারেন। বিকালের দিকে যান রায়নায়। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী চন্দনা মাঝি সকাল ৮টা থেকে পূর্বস্থলীর লক্ষ্মীপুর এলাকায় পায়ে হেঁটে প্রচার সারেন। বিকালে কাটোয়া শহরে ‘মহামিছিল’ করেন তিনি। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক ও কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bardwan mangalkot ketugram aushgram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE