Advertisement
০৫ মে ২০২৪

দুই রঞ্জি ক্রিকেটারের ভরসায় খেলবে শিবাজি

জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট লিগের দলবদলের শুরুতেই বড় চমক দিল শিবাজি সঙ্ঘ। মঙ্গলবার দুই রঞ্জি ক্রিকেটার শিবশঙ্কর পাল ও শুভময় দাসকে এ মরসুমের জন্য সই করাল তারা। এই দু’জনেই গত বার মিলনীর হয়ে খেলেছিলেন। দলের আশা, শিবশঙ্করের পেস আর মোহনবাগান অধিনায়ক শুভময়ের ব্যাটিং এ মরসুমে শিবাজির অন্যতম ভরসা হতে চলেছে। এ দু’জন ছাড়াও কল্যাণ সঙ্ঘের অলকপ্রতাপ সিংহ ও রাজীব সিংহ সই করেছেন সুব্রত স্মৃতি সঙ্ঘে।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৪ ০০:১৩
Share: Save:

জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট লিগের দলবদলের শুরুতেই বড় চমক দিল শিবাজি সঙ্ঘ।

মঙ্গলবার দুই রঞ্জি ক্রিকেটার শিবশঙ্কর পাল ও শুভময় দাসকে এ মরসুমের জন্য সই করাল তারা। এই দু’জনেই গত বার মিলনীর হয়ে খেলেছিলেন। দলের আশা, শিবশঙ্করের পেস আর মোহনবাগান অধিনায়ক শুভময়ের ব্যাটিং এ মরসুমে শিবাজির অন্যতম ভরসা হতে চলেছে। এ দু’জন ছাড়াও কল্যাণ সঙ্ঘের অলকপ্রতাপ সিংহ ও রাজীব সিংহ সই করেছেন সুব্রত স্মৃতি সঙ্ঘে। ভারতীয় দলের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার অলোকপ্রতাপের পেস ও রাজীবের বাঁ-হাতি পেস এ বার বর্ধমানে সাড়া জাগাবে বলেও ক্রীড়াপ্রেমিদের ধারণা।

কিন্তু মিলনি ছেড়ে শিবাজিতে কেন যোগ দিলেন ওই দুই তারকা? শিবশঙ্কর বলেন, “বর্ধমানে খেলতে খুবই ভাল লাগে। শিবাজির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। গত বার মিলনী অফার দিয়েছিল। তাই ওদের হয়ে খেলেছিলাম। প্রতি ম্যাচে নিজেকে উজার করে দেওয়ার চেষ্টাও করেছি। তবে এ বার অনেক আগেই শিবাজি আমার সঙ্গে যোগাযোগ করে। তবে মিলনীর কর্মকর্তাদের সঙ্গে আমার সম্পর্ক আজও ভাল।” শুভময় দাসও টানা দু’বছর ধরে মিলনীতে খেলেছেন। এ বারের শিবাজিতে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, “দু’বছর ধরে মিলনীর হয়ে মাঠে শতকরা একশো ভাগ দিয়েছি। তবে আমার ইচ্ছে ছিল বর্ধমানের কোনও বড় ক্লাবে খেলার। তাই শিবাজীতে গেলাম। বর্ধমানে ক্রিকেট উন্মাদনা প্রচণ্ড। তাই বাইরের ক্রিকেটারদের সঙ্গে স্থানীয় ক্রিকেটারেরা খেলে উপকৃত হবেন।”

শিবাজির কর্মকর্তা পুর্ণেন্দু মণ্ডল ও সুজয় ঘোষ বলেন, “আমাদের গত বারের টিম মোটামুটি একরকমই থাকছে। গতবারের অন্যান্য যে নামি ক্রিকেটারেরা রয়েছেন, তাঁরা হলেন, শুভজিত্‌ বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ সাউ, ধৃৃতিময় বসু, অরিত্র চট্টোপাধ্যায়, হিজাজ আনসারি।” তাঁদের দাবি, “একজন ভারতীয় সিনিয়র দলের ক্রিকেটারকেও দলে নেওয়ার চেষ্টা করছি আমরা।”

আর মিলনীর কর্তা রাজীব চৌধুরী বলেন, “ওরা আমাদের চেয়ে শিবাজির কাছে বেশি টাকা পেয়েছে। তাই ওখানে সই করেছে। তবে আমাদের দলেও রানা চৌধুরী, ঋষি শর্মার মতো নামী ক্রিকেটারেরা রয়েছেন। দু’একদিনের মধ্যেই আমরা কয়েকজন নামি রঞ্জি ক্রিকেটারকে সই করাব। আমাদের দল মোটেই শক্তিহীন হবে না।”

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত ১০ অক্টোবর থেকে দলবদল শুরু হয়েছে। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত ৮০ জন ক্রিকেটার দলবদল করেছেন। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচীব শিবশঙ্কর ঘোষ বলেন, “এ বার নভেম্বর মাসেই নকআউট প্রতিযোগিতার ক্রিকেট মরশুম শুরু হবে। সেই জন্য পিচ তৈরির কাজ চলছে জোরকদমে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

two ranji cricketer sivaji bardwan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE