Advertisement
E-Paper

পুরসভা একত্রের প্রস্তাব রাজ্যপালের সম্মতির অপেক্ষায়

চারটি পুরসভা এলাকাকে একত্র করে আসানসোল পুরসভা গঠনের প্রস্তাব এখন রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিধানসভায় শীতকালীন অধিবেশন চলার সময়ে সেই সম্মতি মিলে যাবে বলে আশা করা হচ্ছে। আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমানে এই পুরসভার অন্যতম প্রশাসন তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “চার পুর এলাকাকে এক করে আসানসোল পুরসভা গঠনের প্রস্তাব বিধানসভার ক্যাবিনেটে পাশ হয়ে গিয়েছে। প্রস্তাবটি অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৪ ০০:৪৩

চারটি পুরসভা এলাকাকে একত্র করে আসানসোল পুরসভা গঠনের প্রস্তাব এখন রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিধানসভায় শীতকালীন অধিবেশন চলার সময়ে সেই সম্মতি মিলে যাবে বলে আশা করা হচ্ছে। আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমানে এই পুরসভার অন্যতম প্রশাসন তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “চার পুর এলাকাকে এক করে আসানসোল পুরসভা গঠনের প্রস্তাব বিধানসভার ক্যাবিনেটে পাশ হয়ে গিয়েছে। প্রস্তাবটি অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে।”

মাস পাঁচেক আগে কুলটি, রানিগঞ্জ, জামুড়িয়া ও আসানসোল পুরসভাকে একত্র করে একটি মাত্র পুরসভা গড়ার ইচ্ছাপ্রকাশ করে রাজ্য সরকার। সে কারণে আসানসোল ও কুলটিতে পুরবোর্ডের মেয়াদ গত ১৭ জুন শেষ হয়ে যাওয়ার পরেও সেখানে ভোট হয়নি। প্রশাসক নিয়োগ করে কাজ চালানো হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী বছর মে মাসে রানিগঞ্জ ও জামুড়িয়া পুরসভার মেয়াদও শেষ হয়ে যাবে। তার আগেই চার পুরসভাকে একত্র করার প্রক্রিয়া শেষ করে ভোট করানোর ইচ্ছে রয়েছে সরকারের।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন বসবে। আশা করা হচ্ছে, তা চলার সময়েই রাজ্যপালের সম্মতি এসে যাবে। যদি একান্তই এই অধিবেশনে প্রস্তাবটি বিধানসভায় পেশ করা না যায় তবে ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে পেশ করা হতে পারে। বিধানসভার মঞ্জুরি মেলার পরেই নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

আসানসোল মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথমে ওয়ার্ডগুলির পুনর্বিন্যাস করা হবে। আসানসোলের ৫০টি, কুলটির ৩৫টি, রানিগঞ্জের ২২টি ও জামুড়িয়ার ২৩টি ওয়ার্ড নিয়ে মোট ১৩০টি ওয়ার্ড রয়েছে। ঠিক হয়েছে, নতুন পুরসভায় কমপক্ষে ২৫ হাজার বাসিন্দা রয়েছে, এমন এলাকা নিয়ে একটি ওয়ার্ড তৈরি হবে। সেক্ষেত্রে কোনও কোনও ওয়ার্ডের অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে।

আসানসোল পুরসভা চালাতে দুই সদস্যের প্রশাসক বোর্ড তৈরি করেছে সরকার। অতিরিক্ত জেলাশাসক (আসানসোল) এই বোর্ডের চেয়ারম্যান। তবে বোর্ডের অন্য সদস্য তথা প্রাক্তন মেয়র তাপসবাবুই নানা রকম উন্নয়নমূলক কাজকর্ম সামলাচ্ছেন বলে পুরসভার কয়েকটি সূত্রের দাবি। যদিও তাঁকে এই পদে বসানোর প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা। পুরসভার সামনে বিক্ষোভ-অবস্থানও করেছে তারা। তাপসবাবু অবশ্য বলেন, “সরকার আমাকে জনগণের কাজ করার জন্য বসিয়েছে। সেই মতো আমি নানা কর্মসূচি পালন করছি।”

municipality governor proposal agreement asansol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy