Advertisement
০২ মে ২০২৪
রাজ্যকে দুষলেন সেলিম

বাতিল জলপ্রকল্প নিয়ে কুলটিতে সরব সিপিএম

জলপ্রকল্প চেয়ে এ বার কুলটিতে তাঁরা আন্দোলনে নামবেন বলে দাবি করলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। দলের কুলটি জোনাল সম্মেলনেও এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে সিপিএম। রবিবার কুলটিতে সিপিএমের জোনাল সম্মেলন আয়োজিত হল। সেই উপলক্ষে শনিবার বরাকরে দলের প্রকাশ্য সমাবেশে যোগ দেন সেলিম। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কুলটির বাতিল হয়ে যাওয়া জলপ্রকল্পটির প্রসঙ্গ তুলে বলেন, “এই প্রকল্পটি রূপায়ণের জন্য লাগাতার আন্দোলন করবে আমাদের দল। দরকারে আমিও দিল্লিতে দরবার করব।”

সভায় সিপিএম সাংসদ। নিজস্ব চিত্র।

সভায় সিপিএম সাংসদ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৪ ০০:৩৯
Share: Save:

জলপ্রকল্প চেয়ে এ বার কুলটিতে তাঁরা আন্দোলনে নামবেন বলে দাবি করলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। দলের কুলটি জোনাল সম্মেলনেও এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে সিপিএম।

রবিবার কুলটিতে সিপিএমের জোনাল সম্মেলন আয়োজিত হল। সেই উপলক্ষে শনিবার বরাকরে দলের প্রকাশ্য সমাবেশে যোগ দেন সেলিম। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কুলটির বাতিল হয়ে যাওয়া জলপ্রকল্পটির প্রসঙ্গ তুলে বলেন, “এই প্রকল্পটি রূপায়ণের জন্য লাগাতার আন্দোলন করবে আমাদের দল। দরকারে আমিও দিল্লিতে দরবার করব।”

সে দিন সভার শুরুতেই সেলিম জানান, কুলটি পুর এলাকায় দীর্ঘদিনের সমস্যা পানীয় জল। গরমের শুরুতেই পাড়ায় পাড়ায় জলের জন্য হাহাকার শুরু হয়ে যায়। বিক্ষোভ, অবরোধ, এমনকী মারামারি পর্যন্ত লেগে যায়। রাজ্যে ক্ষমতায় থাকাকালীন বামফ্রন্ট সরকার কুলটির জন্য প্রায় ১৩৩ কোটি টাকার একটি জলপ্রকল্প দিল্লির নগরোন্নয়ন মন্ত্রকের কাছ থেকে আদায় করে এনেছিল। কিন্তু স্রেফ রাজনৈতিক রেষারেষিতে কুলটির তৎকালীন তৃণমূল পরিচালিত পুরবোর্ড জলপ্রকল্পটি রূপায়ণ করতে পারেনি। সময়ে শেষ না হওয়ায় প্রকল্পটি ফিরিয়ে নিয়েছে কেন্দ্র। সেটি ফেরানোর ব্যাপারে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকে সব রকম তদ্বির করার আশ্বাস দেন সেলিম।

সভায় সেলিম দাবি করেন, বামফ্রন্ট সরকার রাজ্যে ক্ষমতার ৩৪ বছরে সব কিছু করে দিয়েছে, তা তাঁরা মনে করেন না। কিন্তু একটু একটু করে এগোনোর চেষ্টা করেছেন। তাঁর অভিযোগ, “গত সাড়ে তিন বছরের সরকার সেই এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকে অনেকটাই পিছিয়ে দিয়েছে।” তাঁর সংযোজন, “রাজ্যকে শুধু পিছিয়ে দিয়েই ক্ষান্ত হননি তৃণমূলের নেতা-কর্মীরা, সারদার জন্ম দিয়ে খেটেখাওয়া মানুষের টাকা আত্মসাৎ করেছেন দলের মন্ত্রী-সাংসদেরা। তাই ওদের ঠাঁই হয়েছে জেলে।” সভায় সেলিম বিজেপিকেও আক্রমণ করেন। তাঁর অভিযোগ, “কেন্দ্রীয় সরকার দেশবাসীর কথা না ভেবে ধর্ম, ভাষা ও জাতির নামে বিভেদ আনছে।” সেলিম ছাড়া সভায় বক্তা হিসেবে ছিলেন সিপিএমর রাজ্য কমিটির সদস্য আভাষ রায়চোধুরী।

রবিবার কুলটিতে সিপিএমের জোনাল সম্মেলনের উদ্বোধন করেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা দুর্গাপুরের প্রাক্তন মেয়র রথীন রায়। বক্তা হিসেবে ছিলেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর আর এক সদস্য পার্থ মুখোপাধ্যায়। প্রায় দেড়শো প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। সাগর মুখোপাধ্যায়কে সম্পাদক মনোনীত করা হয়। সম্প্রতি শেষ হওয়া সিপিএমের বারাবনি জোনাল সম্মেলনে সম্পাদক মনোনীত হয়েছেন অসীম বন্দ্যোপাধ্যায়। কুলটি জোনাল কমিটিতে তিন জন ও বারাবনিতে সাত জন নতুন মুখ এনেছেন সিপিএম নেতৃত্ব।

তৃণমূল নেতারা অবশ্য জলপ্রকল্প নিয়ে সেলিমের বক্তব্যকে আমল দিতে নারাজ। কুলটির প্রাক্তন পুরপ্রধান তথা স্থানীয় তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “বামেরা ক্ষমতায় থাকাকালীন ক’টা প্রকল্প সম্পূর্ণ করেছিল, আগে সেই হিসেব করুক। কুলটি জলপ্রকল্প নিয়ে সেলিম সমস্ত তথ্য জানেন না, তাই এ ধরনের মন্তব্য করেছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cpm mp mohammad salim asansol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE