তৃতীয় বর্ষের পড়ুয়াদের মারধরের অভিযোগে কলেজের চতুর্থ বর্ষের পাঁচজন পড়ুয়াকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে, কাঁকসার রাজবাঁধ এলাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনা। কলেজ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়াদের একাংশ নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে ওই দিন দুপুরে কলেজ কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। অভিযুক্ত পড়ুয়াদের সতর্কও করা হয়। অভিযোগ, ওই দিন রাতে ফের তৃতীয় বর্ষের পড়ুয়াদের উপর চড়াও হয় চতুর্থ বর্ষের জনা কয়েক পড়ুয়া। অশান্তি গড়ায়, কলেজ ক্যান্টিনেও। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কলেজের তরফে, তেরো জন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে জামিন মঞ্জুর করেন বিচারক।