Advertisement
E-Paper

রোড-শো থেকে তারকা সমাবেশ, জমল শেষ প্রচার

রোড-শো থেকে পাড়ায়-পাড়ায় প্রচার, তারকা সমাবেশ থেকে জনসভাশেষ প্রচারে বাদ গেল না কিছুই। আসানসোল কেন্দ্রে সোমবার শেষ হল প্রচার। এ দিন পাণ্ডবেশ্বরে প্রচার করেন মুকুল রায় ও মিঠুন চক্রবর্তী। বিকেল চারটে নাগাদ হেলিকপ্টার থেকে নামেন তাঁরা। যদিও সময় কম থাকার জন্য সেভাবে বক্তব্য রাখেনি মুকুলবাবু। তবে, মিঠুন অবশ্য নিজস্ব ঢঙে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মিনিট তিনেক হিন্দিতে বক্তব্য রেখে দোলা সেনকে জেতানোর আহ্বান জানান মিঠুন। মুকুল-মিঠুনের আগে বক্তব্য রাখেন দোলা সেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০১৪ ০০:৫২
বরাকরে তৃণমূলের প্রচারে অভিনেত্রী পদ্মিনী কোলাপুরে।

বরাকরে তৃণমূলের প্রচারে অভিনেত্রী পদ্মিনী কোলাপুরে।

রোড-শো থেকে পাড়ায়-পাড়ায় প্রচার, তারকা সমাবেশ থেকে জনসভাশেষ প্রচারে বাদ গেল না কিছুই।

আসানসোল কেন্দ্রে সোমবার শেষ হল প্রচার। এ দিন পাণ্ডবেশ্বরে প্রচার করেন মুকুল রায় ও মিঠুন চক্রবর্তী। বিকেল চারটে নাগাদ হেলিকপ্টার থেকে নামেন তাঁরা। যদিও সময় কম থাকার জন্য সেভাবে বক্তব্য রাখেনি মুকুলবাবু। তবে, মিঠুন অবশ্য নিজস্ব ঢঙে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মিনিট তিনেক হিন্দিতে বক্তব্য রেখে দোলা সেনকে জেতানোর আহ্বান জানান মিঠুন। মুকুল-মিঠুনের আগে বক্তব্য রাখেন দোলা সেন। তিনি বলেন, “আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। পঞ্চায়েত ভোটের সময়েও আমাদের বিরুদ্ধে অপপ্রচার হয়েছিল। তারপরেও আমরা ভাল ফল করেছিলাম। এ বারও করব।” এরপরে আসানাসোলের পোলো ময়দানে সভা করে তৃণমূল। সেখানে অবশ্য মুকুল ও মিঠুন দু’জনেই বক্তব্য রাখেন। দোলা সেনের সমর্থনে বরাকর থেকে আসানসোল পর্যন্ত রোড শো করেন অভিনেত্রী পদ্মিনী কোলাপুরে। সঙ্গে ছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুর লাগোয়া পরানগঞ্জ এলাকায় চলছে শেষ বেলার প্রচার।

রবিবার আসানসোলে নরেন্দ্র মোদী বিজেপির প্রচারের যে সুর বেঁধে দিয়ে গিয়েছিলেন সোমবার বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় সেটা টেনে নিয়ে যান অন্ডাল ও পাণ্ডবেশ্বরে। এই দুই জায়গায় রোড শো করেন বাবুল। পিছিয়ে ছিল না সিপিএম। এ দিন সকালে দুর্গাপুর সংলগ্ন জেমুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন সিপিএম প্রার্থী বংশগোপাল চৌধুরী। গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় বেশ কয়েকটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেয় তৃণমূল। দুর্গাপুর শহর সংলগ্ন এই এলাকায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে সিপিএম। যদিও কখনই অভিযোগ মানেনি তৃণমূল। এ দিনও দুপুরে জামুড়িয়ার ধীবরপাড়ায় সিপিএমের প্রচার গাড়িতে হামলা ও সিপিএম কর্মীদের ধাক্কাধাক্কি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

জেমুরার পরে পরানগঞ্জ, টেটিখোলা, শংকরপুর, কালীগঞ্জ, সপ্তর্ষি পার্ক প্রভৃতি এলাকায় প্রচারে যান বংশগোপালবাবু। প্রচার শেষে তাঁর অভিযোগ, “অনেক এলাকায় সন্ত্রাস করে আমাদের সমর্থকদের দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।” নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছি।”

পাণ্ডবেশ্বরে মঞ্চে মিঠুন।

কংগ্রেস প্রার্থী ইন্দ্রাণী মিশ্র এ দিন প্রচার করেন জামুড়িয়া ও চুরুলিয়ায়। কবি নজরুল ইসলামের জন্মভিটেতে গিয়ে তিনি প্রচার শেষ করেন। বিদ্রোহী কবির সমাধিস্থলে দাঁড়িয়ে ইন্দ্রাণীদেবী বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চলছে। আমরা সেটা বরদাস্ত করব না।”

—নিজস্ব চিত্র।

loksabha election road show padmini kolapuri mithun
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy